হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৭ অক্টোবর থেকে সিরিয়ায় হিজবুল্লাহর ৫০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় ইরানসমর্থিত লেবাননের বিদ্রোহী দল হিজবুল্লাহর ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল। গতকাল শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী এ ঘোষণা দেয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হিজবুল্লাহর হামলা প্রতিহত করার প্রচেষ্টা তুলে ধরতে গিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হ্যাগারি এ তথ্য দেন। সিরিয়া অভিযান এই প্রথম নীরবতা ভাঙল ইসরায়েলি বাহিনী।

হ্যাগারি বলেন, ‘হিজবুল্লাহ যেখানে, আমরাও সেখানে। মধ্যপ্রাচ্যে যেখানেই প্রয়োজন, সেখানেই আমরা প্রতিরোধের ব্যবস্থা নেব।’

ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর ৩৪ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, এর মধ্যে ১২০টি সীমান্ত নজরদারি আউটপোস্ট, ৪০টি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুতাগার এবং ৪০টিরও বেশি কমান্ড সেন্টার রয়েছে বলে জানান হ্যাগারি। মৃত শত্রুর সংখ্যা দুই শতাধিক বলেও জানান তিনি।

হ্যাগারি বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি হামাস আকস্মিক হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরুর পর হামাসের সঙ্গে হিজবুল্লাহর জড়িত হওয়ার আশঙ্কায় লেবানন সীমান্তে তিন ডিভিশন সেনা মোতায়েন করেছিল ইসরায়েল।

ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধারা সরে না গেলে হামলার মাত্রা তীব্র করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে পশ্চিমা সাহায্য চেয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের