হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৭ অক্টোবর থেকে সিরিয়ায় হিজবুল্লাহর ৫০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় ইরানসমর্থিত লেবাননের বিদ্রোহী দল হিজবুল্লাহর ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল। গতকাল শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী এ ঘোষণা দেয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হিজবুল্লাহর হামলা প্রতিহত করার প্রচেষ্টা তুলে ধরতে গিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হ্যাগারি এ তথ্য দেন। সিরিয়া অভিযান এই প্রথম নীরবতা ভাঙল ইসরায়েলি বাহিনী।

হ্যাগারি বলেন, ‘হিজবুল্লাহ যেখানে, আমরাও সেখানে। মধ্যপ্রাচ্যে যেখানেই প্রয়োজন, সেখানেই আমরা প্রতিরোধের ব্যবস্থা নেব।’

ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর ৩৪ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, এর মধ্যে ১২০টি সীমান্ত নজরদারি আউটপোস্ট, ৪০টি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুতাগার এবং ৪০টিরও বেশি কমান্ড সেন্টার রয়েছে বলে জানান হ্যাগারি। মৃত শত্রুর সংখ্যা দুই শতাধিক বলেও জানান তিনি।

হ্যাগারি বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি হামাস আকস্মিক হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরুর পর হামাসের সঙ্গে হিজবুল্লাহর জড়িত হওয়ার আশঙ্কায় লেবানন সীমান্তে তিন ডিভিশন সেনা মোতায়েন করেছিল ইসরায়েল।

ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধারা সরে না গেলে হামলার মাত্রা তীব্র করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে পশ্চিমা সাহায্য চেয়েছে দেশটি।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া