ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির তৃতীয় দিনে গত রোববার ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি বন্দী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক। এর মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। আবিগালি ইদান নামের সেই শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক।
গত দুই দফার মতো এবার আর গাজা উপত্যকার দক্ষিণ অংশে জিম্মিদের মুক্তি দেয়নি হামাস। বরং উত্তর গাজার নিকটবর্তী ইসরায়েলি সীমান্তে রেডক্রসের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
অন্যদিকে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় তৃতীয় দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে পশ্চিম তীরের রামাল্লায় বিশালসংখ্যক ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে আসেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের আলিঙ্গনে জড়িয়ে নেন তাদের পরিবারের সদস্যরা। এ যুদ্ধবিরতির তিন দিনে মোট ১১৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের অধিকাংশের বয়সই ১৮-এর কম।