হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ছিনতাই হওয়া জাহাজের সব নাবিককে উদ্ধার করল ভারতীয় কমান্ডোরা

আরব সাগরের সোমালিয়া উপকূলে ছিনতাইয়ের শিকার হওয়া জাহাজ ‘এমভি লিলা নোরফোক’ থেকে সব ভারতীয় নাবিককে উদ্ধার করছে দেশটির নৌ কমান্ডোরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান ভারতের নৌ সেনারা। 

আজ শুক্রবার (৫ জানুয়ারি) তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা ২১ নাবিকের মধ্যে ১৫ জন ভারতীয়। তাঁরা সবাই ভালো আছেন। 

নৌবাহিনীর এলিট কমান্ডো ইউনিট মার্কোসের সদস্যরা জাহাজের ডেক প্রথমে দস্যুমুক্ত করেন। এরপর ১৫ নাবিকের সবাইকে উদ্ধার করেন। 

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, নৌবাহিনীর সদর দপ্তর থেকে পুরো উদ্ধার অভিযানটি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

ভারতীয় নাবিকসহ জাহাজটি ছিনতাইয়ের খবর প্রথম প্রকাশ করে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। 

খবর পাওয়ার পর ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই, একটি নেভি ডেস্ট্রয়ার ঘটনাস্থলের দিকে রওনা দেয়। এ ছাড়া হেলিকপ্টার পাঠিয়ে জলদস্যুদের কাছে জাহাজটি ছেড়ে দিতে সতর্কবার্তা পাঠানো হয়। 

সোমালিয়া উপকূলে এমন সময় জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটল—যখন হামাস ও ইসরায়েলের যুদ্ধের কারণে লোহিতসাগরে জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। লোহিতসাগরে চলাচল করতে না পারায় জাহাজগুলো এখন অনেক দূর ঘুরে আসছে। 

গত মাসেও আরব সাগরে একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ধারণা করা হয়, জাহাজটি ইসরায়েলি সংশ্লিষ্ট ছিল এবং এতে ইরান থেকে সরাসরি হামলা চালানো হয়েছিল।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের