হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা ইস্যুতে ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

গত ১৮ বছরে গাজা উপত্যকায় অবস্থানকারী বিদেশি নাগরিকদের ভিসা আবেদন পর্যালোচনায় তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ শুক্রবার একটি অভ্যন্তরীণ যোগাযোগের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই নির্দেশনা অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারির পর গাজা উপত্যকায় যেকোনো মেয়াদে সরকারি বা কূটনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে অভিবাসন বা অন্য যেকোনো ভিসার জন্য আবেদন করলে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনার আওতায় আসতে হবে।

এ নির্দেশ শুধু কূটনীতিকদের জন্য নয়, বেসরকারি সংস্থার কর্মী (এনজিও) বা স্বেচ্ছাসেবকেরাও এই পর্যবেক্ষণের আওতায় থাকবেন।

রয়টার্স জানিয়েছে, যদি কারও সোশ্যাল মিডিয়া তৎপরতায় নিরাপত্তাসংক্রান্ত কোনো ‘উদ্বেগজনক তথ্য’ পাওয়া যায়, তাহলে সেই আবেদন আরও গভীর তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হবে। তদন্তে প্রমাণ মিললে আবেদনকারীকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে।

মার্কো রুবিও এর আগে জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে তিনি তিন শতাধিক ভিসা বাতিল করেছেন। এর মধ্যে এমন কিছু শিক্ষার্থীও রয়েছেন, যাঁরা গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে সব নাগরিক ও ভিসাধারীর মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়।

ট্রাম্প প্রশাসন আগেও যুক্তি দেখিয়েছিল, এসব শিক্ষার্থীর কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য হুমকিস্বরূপ। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোও ট্রাম্পের নজরে পড়েছে। বিশেষ করে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ বাড়তে থাকায় বিষয়টি আরও গভীরভাবে আমলে নিয়েছে তাঁর প্রশাসন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন লক্ষ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যেখানে প্রশাসনের অনুরোধ অনুযায়ী নীতি পরিবর্তন না করায় ২ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল তহবিল স্থগিত রাখা হয়েছে।

সর্বশেষ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, চরমপন্থী মতাদর্শ ও বিদেশি ভিসাধারী দাঙ্গাকারী ও শিক্ষকদের জন্য হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাতিল করা হতে পারে।

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু