হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আজ রাতেই ‘গাজায় যুদ্ধবিরতি’ আলোচনার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

জিম্মিদের মুক্তির বিষয়ে আজ মঙ্গলবার রাতেই সরকারি একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর অফিশিয়াল অ্যাক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এ অবস্থায় জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ বিরতির যে প্রচেষ্টা চলছে—তা ইতিবাচক দিকেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করা হয়—‘আমাদের জিম্মিদের মুক্তির বিষয়টি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সন্ধ্যা ৬টায় যুদ্ধ মন্ত্রিসভা,৭টায় নিরাপত্তা মন্ত্রিসভা এবং ৮টায় সরকারের সাধারণ সভা আহ্বান করবেন।’

এর আগে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধ বা যুদ্ধবিরতি সন্নিকটে বলে দাবি করেছিল গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাস। হামাসের প্রধান ইসমাইল হানিয়া আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন রয়টার্সকে। সংবাদ সংস্থাটিকে তিনি জানান, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছিল তাতে হামাস সম্মতি দিয়েছে। 

পরবর্তীতে নিজের টেলিগ্রাম চ্যানেলে হানিয়া লিখেন, ‘আমরা একটি যুদ্ধবিরতির খুব সন্নিকটে।’ 

যুদ্ধবিরতির বিষয়ে হামাসের শীর্ষস্থানীয় এক নেতা আল-জাজিরাকে জানান, এটি কত দিন স্থায়ী হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় কী পরিমাণ এবং কীভাবে সহায়তা পাঠানো হবে এবং একই সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। 

হামাস কর্মকর্তা ইজ্জাত আল-রাশিক দাবি করেন, কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষই মূলত নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে ঢুকে সহস্রাধিক মানুষকে হত্যার পাশাপাশি আনুমানিক ২৪০ জন নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে স্থল অভিযানও পরিচালনা করছে তারা। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজার সাধারণ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস