হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের কারাগার–বন্দী শিবিরে বন্দী সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি

ইসরায়েলের বিভিন্ন কারাগার এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে থাকার বিভিন্ন বন্দী শিবিরে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছেন। ইসরায়েলের কারাগারে কতজন ফিলিস্তিনি বন্দী রয়েছেন সম্প্রতি তা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রোববার প্রকাশিত ওই প্রতিবেদন থেকেই এই তথ্য জানা গেছে।

আল–জাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলের কারাগার ও বন্দী শিবিরগুলোতে অন্তত ৪ হাজার ৪৫০ জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এদের মধ্যে ১৬০ জন শিশু এবং ৩২ জন নারী। সাড়ে চার হাজার বন্দীর মধ্যে ৫৩০ জনকে আটকে রাখা হয়েছে কোনো ধরনের অভিযোগ এবং বিচার ছাড়াই।

বাকিদের মধ্যে ৫৪৯ জনকে ইসরায়েলের বিভিন্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আবার ৪৯৯ জন বন্দী দেশটির বিভিন্ন কারাগারে ২০ বছরেরও বেশি সময় ধরে সাজা ভোগ করছেন। 

প্রতি বছর ১৭ এপ্রিল, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের দুর্দশা ও ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে তাঁদের স্বাধীনতার সংগ্রামকে স্মরণ করতেই ‘ফিলিস্তিনি বন্দী’ দিবস পালন করা হয়। এর আগে, ২০২১ সালজুড়ে ইসরায়েলের সামরিক বাহিনী প্রায় ৮ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে ১৩০০ জনই শিশু এবং ১৮৪ জন নারী। 

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’