হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংঘাতের কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ছবি: এএফপি

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিরসনে একটি ‘সুযোগ এখন রয়েছে’। ইরান, যুক্তরাজ্য ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনায় অংশ নিতে তিনি জেনেভায় যাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতি বন্ধ করা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনের এখনই সময়। এই সংঘাতে কারও লাভ নেই।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে ল্যামি যোগ করেছেন যে, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ এখন রয়েছে।’

ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে মার্কিন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার আগে দুই সপ্তাহের জন্য কূটনৈতিক চ্যানেলে আলোচনার সুযোগ দেবেন।

ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি কায়া ক্যাল্লাস, আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য চাপ দিচ্ছেন ইউরোপীয় নেতারা।

সুইজারল্যান্ডে এই সফরের আগে ল্যামি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করেন। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেন। কীভাবে একটি চুক্তি গভীর সংঘাত এড়াতে পারে, সেই বিষয়টিই তাঁদের আলোচনায় মুখ্য ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো বিপজ্জনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, জেনেভা আলোচনায় অগ্রগতির জন্য দরজা খোলা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেছেন, ‘এটি ইউরোপীয় নেতা এবং ইরানের মধ্যে একটি বৈঠক। প্রেসিডেন্ট আমাদের মিত্রদের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন, যাতে ইরানকে চুক্তির কাছাকাছি আনা যেতে পারে।’

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত