হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অপুষ্টিতে ভুগে গাজায় নিহত ৬৬ শিশু, হাসপাতালে ভর্তি ৫ হাজারের বেশি

আজকের পত্রিকা ডেস্ক­

গাজায় খাবারের আশায় শূন্য পাত্র হাতে তাকিয়ে ফিলিস্তিনি শিশুরা। ছবি: আনাদুলু

চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে অপুষ্টিতে ভুগে নিহত হয়েছে অন্তত ৬৬ শিশু। গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত সরকারের মিডিয়া অফিস। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে ইসরায়েলি অবরোধ আর ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলার ব্যাপক নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, ইসরায়েলের আরোপিত কঠোর অবরোধের কারণে শিশুদের জন্য দুধ এবং অন্যান্য খাদ্য সহায়তা গাজায় প্রবেশ করতে পারছে না। শিশুখাদ্য আটকে রেখে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।

গত শনিবার ইসরায়েলি হামলায় গাজাজুড়ে ৬০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ বিবৃতি প্রকাশ করে গাজার সরকার। গাজার মিডিয়া অফিস ইসরায়েলের এই অবরোধকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করছে। তাদের ভাষ্য—বেসামরিক জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে ক্ষুধাকে পরিকল্পিতভাবে ব্যবহার করছে নেতানিয়াহু প্রশাসন। এ ইস্যুতে আন্তর্জাতিক মহলের নীরবতাকে লজ্জাজনকও আখ্যা দিয়েছে তারা।

বিবৃতিতে গাজায় চলমান এই বিপর্যয়ের জন্য ইসরায়েল এবং তার মিত্র দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকে দায়ী করা হয়। একইসঙ্গে গাজার সীমান্তপথগুলো খুলে দিতে জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানা তারা।

এর কয়েক দিন আগেই জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করেছিল, গাজা উপত্যকায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। সংস্থাটি জানিয়েছে, কেবল মে মাসেই ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অন্তত ৫ হাজার ১১৯ শিশুকে তীব্র অপুষ্টিজনিত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই সংখ্যা এপ্রিল মাসের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি (এপ্রিলের সংখ্যা ছিল ৩ হাজার ৪৪৪) এবং ফেব্রুয়ারির তুলনায় ১৫০ শতাংশ বেশি। ফেব্রুয়ারি যুদ্ধবিরতি যুদ্ধবিরতি কার্যকর থাকায় উপত্যকায় উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ প্রবেশ করছিল।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক এদুয়ার বেইগবেদার বলেন, ‘এই বছরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত মাত্র ১৫০ দিনে ১৬ হাজার ৭৩৬ শিশুকে অপুষ্টির চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সেই হিসাবে অপুষ্টিজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে গড়ে প্রতিদিন ১১২ জন শিশু।

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী