হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বোমায় নিহতের আগে যা লিখে গেলেন ফিলিস্তিনি কবি হিবা

পরাগ মাঝি

ইসরায়েলি বোমা হামলায় মারা গেছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক ও কবি হিবা আবু নাদা। চলমান সংঘাতের মধ্যে গত ২০ অক্টোবর গাজার দক্ষিণ অংশে অবস্থিত নিজ বাসভবনেই নিহত হয়েছেন তিনি। ‘দার দিওয়ান’ হিবা আবু নাদার আলোচিত একটি বইয়ের নাম। এই বইটির ইংরেজি নামের বাংলা করলে দাঁড়ায় ‘মৃতের জন্য অক্সিজেন নয়’।

মাত্র ৩২ বছর বয়সেই ফিলিস্তিনিদের মধ্যে প্রভাবশালী কবি হয়ে উঠেছিলেন তিনি। ২০১৬ সালে পেয়েছিলেন মধ্যপ্রাচ্যের সম্মানজনক শারজা পুরস্কার। তবে মৃত্যুর পরই ফিলিস্তিনিদের মধ্যে আরও বেশি প্রভাব সৃষ্টি করেছেন হিবা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁকে নিয়ে চলছে শোকের মাতম। অনেকেই তাঁর লেখা কবিতা পোস্ট করছেন। মৃত্যুর পর তাঁর ভাইরাল হওয়া একটি কবিতার লাইনগুলো এমন—

‘আমরা এখন সপ্তম স্বর্গে
সেখানে গড়ে উঠেছে নতুন এক শহর। 
রক্তাক্ত কাপড়ে এখানে চিৎকার করছে রোগী আর চিকিৎসকেরা। 
শিক্ষকেরা শিশুদের ওপর আর রাগছে না, 
পরিবারগুলোরও নেই কোনো দুঃখ, নেই ব্যথা। 
ক্যামেরায় স্বর্গের ফটো তুলছে রিপোর্টাররা। 
আর কবিরা, যারা অমর প্রেমের গান গায়—
সবাই গাজার বাসিন্দা। 
স্বর্গে আরেক গাজা বানাচ্ছে তারা
যে গাজায় নেই কোনো নিষেধাজ্ঞা।’ 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ হিবা আবু নাদা তাঁর সর্বশেষ টুইট করেছিলেন ইসরায়েলে হামাসের হামলার পরদিন গত ৮ অক্টোবর রাতে। গাজায় ইসরায়েলের তীব্র বোমা হামলার সেই রাতে নিজের মাতৃভাষার অক্ষরে হিবা লিখেছিলেন—‘গাজার রাত রকেটের আভা ছাড়া অন্ধকার, বোমার আওয়াজ ছাড়া শান্ত, প্রার্থনার শান্তি ছাড়া ভয়ংকর, শহীদদের নূর ছাড়া কালো। শুভ রাত্রি, গাজা।’

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন