হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজের দিনে আরাফাতের ময়দানে পাকিস্তানি নারীর সন্তান প্রসব

হজের দিনে সৌদি আরবের আরাফাতের ময়দানে সন্তান প্রসব করেছেন এক পাকিস্তানি নারী। গতকাল শনিবার আরাফাতের জাবাল আল-রাহমা হাসপাতালে ৩৪ বছর বয়সী ওই নারী ছেলেসন্তানের জন্ম দেন। গাল্ফ নিউজের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

এই বছর আরাফাত ময়দানে প্রথম কোনো হজযাত্রী সন্তান প্রসব করলেন। চিকিৎসকেরা জানান, মা ও ছেলে দুজনেই ভালো আছেন। শিশুটির নাম রাখা হয়েছে আরাফাত।

প্রতিবেদনে বলা হয়, নবজাতকের ওজন ৩ কেজি ৪০ গ্রাম বলে চিকিৎসকেরা জানান। তাঁরা বলেছেন, শিশুটি সুঠাম দেহের অধিকারী। তার শরীরও পুরো সুস্থ।

আরবি চ্যানেল আল এখবারিয়া এক্স প্ল্যাটফর্মে নবজাতকের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে। এর আগে ২০১৮ সালে হজে এসে জর্ডানের এক নারী আরাফাতের জাবাল আল-রাহমা হাসপাতালে শিশুর জন্ম দিয়েছিলেন।

এর আগে ৩০ বছর বয়সী নাইজেরিয়ান এক নারী হজে এসে সন্তান প্রসব করেছেন। তাঁর নবজাতকের নাম রাখা হয়েছে ‘মোহাম্মদ’। ওই নারী মক্কার একটি হাসপাতালে শিশুটির জন্ম দেন বলে আরব নিউজের তথ্য।

চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সর্বোত্তম স্বাস্থ্যসেবা দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মক্কা, মদিনাসহ হজের পবিত্র স্থানগুলোতে ৬ হাজার ৪০০–র বেশি শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ও ভ্রাম্যমাণ ক্লিনিক স্থাপন করা হয়েছে। 

এসব স্থানে পাঁচ হাজারের বেশি চিকিৎসকসহ ৩২ হাজারের বেশি চিকিৎসাকর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে পেশাদার চিকিৎসকরা ৩২টি হাসপাতাল, ১৫১টি স্বাস্থ্যকেন্দ্র ও ৬টি সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সমৃদ্ধ ভ্রাম্যমাণ ক্লিনিকে চিকিৎসাসেবা দেবেন।

সৌদি রেড ক্রিসেন্ট অথরিটির (এসআরসিএ) তত্ত্বাবধানে হজযাত্রীদের জরুরি সেবায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সংস্থাটির তত্ত্বাবধানে ৯৮টি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২ হাজার ৫৪০ জনের বেশি চিকিৎসাকর্মী নিয়োজিত রয়েছেন। এ ছাড়া রয়েছে ৬৯৪টির বেশি অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং সাতটি এয়ার অ্যাম্বুল্যান্স বিমান।

সৌদি আরবে গতকাল পবিত্র হজ অনুষ্ঠিত হয়। আজ সেখানে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। এবার বিভিন্ন দেশের ১০ লাখের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এ বছর ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ, বাড়িছাড়া হাজারো মানুষ

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক

গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, ‘হলুদ রেখা’ পেরিয়ে ঢুকে পড়ছে আরও ভেতরে

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ