সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার চার সেনার মৃত্যু হয়েছে বলে সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে।
সামরিক সূত্রকে উদ্ধৃত করে সানার প্রতিবেদনে বলা হয়, সোমবার প্রথম প্রহরে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়। রাত ২টা ২০ মিনিটে দামেস্কের আশপাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর ফলে চারজন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।
প্রতিবেদনে দাবি করা হয়, সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কিছু ক্ষেপণাস্ত্রকে অকেজো করে দিতে পেরেছে। এ ছাড়া কিছু বাড়ির ক্ষতি হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি।
সিরিয়ায় ইরানের প্রভাব বাড়ায় বেশ কয়েক বছর ধরে ইরানের সঙ্গে সম্পৃক্ত সেখানকার লক্ষ্যবস্তুগুলোতে হামলা করছে ইসরায়েল।