হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রথম ইইউভুক্ত দেশ হিসেবে ইসরায়েলি দখলদারিত্বের নিন্দায় আয়ারল্যান্ড

ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে আয়ারল্যান্ডের পার্লামেন্টে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে আয়ারল্যান্ড সরকার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিমন কোভিন তার সরকারের এই সমর্থনের কথা জানান।

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকারের মধ্যে আয়ারল্যান্ডই প্রথম ইসরায়েলের দখলদারিত্বের নিন্দা জানাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েলি সরকারের আচরণকে ‘সুস্পষ্টভাবে অসম’ বলে অভিহিত করা হয়েছে। আজ বুধবার এ নিয়ে আয়ারল্যান্ডের পার্লামেন্টে এই নিন্দা প্রস্তাবের খসড়ার ওপর বিতর্ক হওয়ার কথা রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যদি প্রস্তাবটি পাস হয় তাহলে আয়ারল্যান্ডে ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ইসরায়েলের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিষেধাজ্ঞাও দিতে হবে আইরিশ সরকারক।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিমন কোভিন গতকাল মঙ্গলবার সংসদে বলেন, ইসরায়েল যা করছে সেটি প্রকৃতভাবে দখলদারিত্ব। এটি এমন কিছু নয় যেটিকে আমরা হালকা বিষয় বলতে পারি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে আমরাই এমনটি করছি। গাজায় ইসরায়েলি রকেট হামলার নিন্দাও জানিয়েছে আয়ারল্যান্ড সরকার।

আয়ারল্যান্ডের বিরোধী দল সিন ফিন পার্টি ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে পার্লামেন্টে নিন্দা প্রস্তাবটি উত্থাপন করে।

৫০ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিন ভূখণ্ড দখল করে রেখেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে প্রায় সাড়ে চার লাখ ইসরায়েলি বাস করেন। ওই অঞ্চলে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির বাস। বেশির ভাগ দেশ ইসরায়েলকে দখলদার হিসেবেই দেখে।

বিক্ষোভ দমনে ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

সামাজিক বিপ্লবের দ্বারপ্রান্তে ইরান, সত্তর দশকের চীনের প্রতিচ্ছবি দেখছেন বিশ্লেষকেরা

ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা, মন্তব্য খামেনির

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগাযোগবিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের