ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্য সহযোগিতা জোরদারের লক্ষ্যে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়েতে তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন। ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে।
আগামী মঙ্গলবার থেকে এই সফর শুরু হবে। তিন আয়োজক দেশের রাষ্ট্রপতিদের আনুষ্ঠানিক আমন্ত্রণের পর এই সফরে যাচ্ছেন রাইসি। এটি ১১ বছরের মধ্যে আফ্রিকা মহাদেশে কোনো ইরানি প্রেসিডেন্টের প্রথম সফর।
এই সফরে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের রাষ্ট্রপতিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আয়োজক দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও যৌথ অধিবেশনে যোগ দেবেন রাইসি। একটি ধারাবাহিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথাও রয়েছে।
প্রেসিডেন্ট রাইসি ইরান ও আয়োজক দেশগুলোর ব্যবসায়ী, প্রতিনিধি এবং অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। ৬০০ বিলিয়ন ডলারের আফ্রিকান অর্থনীতিতে ইরান সরকারের বহুপাক্ষিক অর্থনৈতিক নীতির প্রতিফলন ঘটানোও এই সফরের লক্ষ্য হবে।