হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল না থামলে আরও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইসরায়েল না থামলে আরও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে ইরান আরও ‘তীব্র ও কঠিন জবাব’ দেবে।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘জায়োনিস্ট আগ্রাসন অব্যাহত থাকলে ইরানি সশস্ত্র বাহিনী তার জবাবে আরও কঠোর জবাব দেবে।’

তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানসহ প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে ঐক্য ও কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় তেহরান।

এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ আশঙ্কাজনকভাবে তীব্র হয়েছে। শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আকস্মিক বিমান হামলা চালায়, যাতে বহু মানুষ নিহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরাও ছিলেন বলে জানানো হয়।

এর জবাবে ইরান সেদিনই রাতেই ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উত্তেজনার এই প্রেক্ষাপটে চীন, রাশিয়া, এবং জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক শক্তি দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। চীন ইতিমধ্যেই ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে একে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া