২০১৭ সালে শুরু। প্রথমে তিন মাসের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। এরপর বারবার বাড়ানো হয় এর মেয়াদ। পেরিয়ে গেছে চার বছর। এরপরও চলতি বছর এপ্রিলে আবার বাড়ানো হয়। এবার মিসর থেকে চলমান এ জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। গত সোমবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
প্রেসিডেন্ট সিসি বলেন, ‘মিসর এখন নিরাপত্তার মরূদ্যান। তাই সারা দেশে জরুরি অবস্থা তুলে নেওয়া হলো।’ এর আগে ২০১৭ সালে গির্জায় হামলার পর জরুরি অবস্থা জারি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কথা বলে সেটি বাড়ায় মিসরের সরকার।
মানবাধিকারকর্মীদের অভিযোগ ছিল, আন্দোলন দমাতেই এ সিদ্ধান্ত। তবে সোমবারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা।