হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

টুইটার ব্যবহার করায় যুবতীকে ৩৪ বছরের জেল দিল সৌদি 

টুইটার ব্যবহার করে বিভিন্ন অধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের টুইটে রিটুইট করায় এক নারীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। ৩৪ বছর বয়সী ওই নারী ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি ওই ওই নারী দেশে ফিরেছিলেন ছুটি কাটাতে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সালাম আল-শেহাব নামে ৩৪ বছরের ওই নারী ২ সন্তানের জননী। ৩৪ বছর কারাদণ্ড পাওয়ার আগে সালাম আল-শেহাবকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি ইন্টারনেট ব্যবহার করে জনমনে অস্থিরতা সৃষ্টি, জাতীয় ও নাগরিক জীবন অস্থিতিশীল করে তুলেছিলেন। পরে, সেই রায়ের বিরুদ্ধে আপিল করাসহ সালাম আল-শেহাবের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আনা হলে বিশেষ সৌদি আদালত আগের দণ্ড রদ করে তাঁকে ৩৪ বছরের কারাদণ্ড দেয়। 

সৌদি আদালতের রায়ের ইংরেজিতে অনূদিত কপি বিশ্লেষণের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, সালাম আল-শেহাবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা হলো—তিনি টুইটার ব্যবহার করে জনমনে অস্থিরতা, জাতীয় এবং নাগরিক জীবন অস্থিতিশীল করে তুলছে এমন লোকজনকে সহায়তা করেছেন। তবে, সালাম আল-শেহাব এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের মাত্র কয়েক সপ্তাহ পরই সৌদির বিশেষ সন্ত্রাসবাদ আদালত এই দণ্ড দিল। এই রায়ের সমালোচনা করে মানবাধিকার কর্মীরা বলেছেন, এই রায় দেশটিতে ভিন্ন মতাবলম্বী এবং গণতন্ত্রপন্থীদের ওপর নিপীড়নের মাত্রা আরও বৃদ্ধি করতে পারে। তাদের দাবি—এই রায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান কীভাবে দমন-পীড়ন চালাচ্ছেন তাঁর বিরুদ্ধাচরণকারীদের ওপর তার একটি উদাহরণ।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া