হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রচণ্ড জ্বরে হাসপাতালে সৌদি বাদশাহ

সৌদি আরবের বাদশাহ সালমান প্রচণ্ড জ্বর এবং শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভুগছেন। এর ফলে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার এই খবর জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। 

সৌদি প্রেস এজেন্সি এক বার্তায় জানিয়েছে, জেদ্দার আল-সালাম প্যালেসের একটি ক্লিনিকে বাদশাহ সালমানের শারীরিক পরীক্ষাগুলো সম্পন্ন হবে। 

 ৮৮ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি সিংহাসনে রয়েছেন। তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে ২০১৭ সালে দেশটির ক্রাউন প্রিন্স হিসাবে মনোনীত করা হয়। 

এর আগে গত মাসেই নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাদশাহকে কিং ফয়সাল বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওই দিনই তিনি হাসপাতাল থেকে প্রাসাদে ফেরেন। তারও আগে ২০২২ সালের মে মাসে কোলনোস্কোপি করানোর জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। সে সময় তিনি এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ছিলেন। 

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের বাদশাহ সালমানের স্বাস্থ্য নিয়ে কয়েক বছর ধরেই জল্পনা-কল্পনা চরছে। ২০২০ সালে গল ব্লাডার অপসারণের জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল। 

বাদশাহ সালমান সিংহাসনে আরোহণের আগে কয়েক দশক ধরে রিয়াদের গভর্নর এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজা হিসাবে তাঁর শাসনামলকে মূলত তাঁর ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দ্বারা পরিচালিত উচ্চাকাঙ্ক্ষী সামাজিক ও অর্থনৈতিক সংস্কার দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এসবের মধ্য দিয়ে দেশের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছেন ক্রাউন প্রিন্স।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’