হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি যুবরাজের নিওম প্রকল্পে আদিবাসীদের উচ্ছেদ, সরে দাঁড়ালেন ঠিকাদার

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের প্রকল্প নিওম বা দ্য লাইন, যার মাধ্যমে তিনি সৌদি আরবের অর্থনীতিসহ সামগ্রিক চিত্র বদলে দিতে চান। এই প্রকল্প নিয়ে নানা বিতর্ক আছে। তার মধ্যে একটি হলো, এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে জমি অধিগ্রহণের সময় বিপুল পরিমাণ আদিবাসীকে উচ্ছেদ করা হয়েছে। আর সেই অভিযোগ তুলে প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন এক ঠিকাদার।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ নিওম বা দ্য লাইনের জায়গা অধিগ্রহণ করতে গিয়েছে বিপুলসংখ্যক গ্রামের ওপর বুলডোজার চালিয়ে স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে—বিষয়টি জানার পর প্রকল্পটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সবুজ জ্বালানিবিষয়ক কোম্পানি সোলার ওয়াটারের প্রধান নির্বাহী ম্যালকম অ। 

ম্যালকম অ নিওম প্রকল্পে নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি নিয়ে মোট ১০০ মিলিয়ন তথা ১০ কোটি ডলারের একটি চুক্তিতে ছিলেন। বিষয়টি জানার পর তিনি নিজেকে সেখান থেকে সরিয়ে নেন। এ বিষয়ে তিনি বিজনেস ইনসাইডারকে বলেন, তিনি মূলত মেগা প্রকল্পটিতে সবুজ জ্বালানি ব্যবহারের যে উচ্চাকাঙ্ক্ষা, সেটিতে অবদান রাখতেই সেখানে যুক্ত হয়েছিলেন। 

সোলার ওয়াটারের প্রধান নির্বাহী আরও জানান, তিনি নিওম প্রকল্পে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনে এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে, তিনি ২০২২ সালেই নিওম প্রকল্পের সঙ্গে তাঁর চুক্তি বাতিল করেন। ম্যালকম অ বলেন, ‘তাঁরা (সৌদি কর্তৃপক্ষ) কেবল গ্রাম নয়, তাদের পথে বাধা হয়ে দাঁড়ানো সবকিছুর ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দেয়।’ 

অবশ্য চুক্তি বাতিলের আগেই অ’র প্রতিষ্ঠান সোলার ওয়াটার প্রকল্পটিতে বেশ কয়েকটি ডিস্যালিনেশন প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগ করে ফেলেছিল। এই প্ল্যান্টগুলোতে মূলত সমুদ্র পানি থেকে লবণ ও অন্যান্য উপাদান অপসারণ করে তা সুপেয় পানিতে পরিণত করা হয়। 

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল রাবিহ আলেনেজি জানান, সৌদি যুবরাজের ১৭০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাঁকে মেরে ফেলার ক্ষমতা দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে। এমনকি একজনকে হত্যাও করা হয়েছিল।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা