হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের নিওম শহরে চোখ ধাঁধানো ট্রিয়াম রিসোর্টের উন্মোচন

বিলাসবহুল ট্রিয়াম রিসোর্ট উন্মোচন করেছে সৌদি আরবের নিওম শহরের পরিচালনা পর্ষদ। এটি এমন একটি অত্যাধুনিক রিসোর্ট—যেখানে মরুভূমির মনোরম দৃশ্য সমুদ্রে এসে মিশেছে। 

সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি সাহসী নকশার ওপর ভিত্তি করে গড়ে উঠছে ট্রিয়াম রিসোর্ট। এখানে অতিথিরা শান্তিপূর্ণ এক আশ্রয় খুঁজে পাবেন। জীবনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি অবাক করা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ পাবেন তারা। 

সৌদি আরবের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত আলোচিত নিওম শহরটির সর্বশেষ সংযোজন বলা হচ্ছে ওই রিসোর্টটিকে। কৌশলগতভাবে এটি আকাবা উপসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত সবচেয়ে সুন্দর একটি সামুদ্রিক খাঁড়িকে অবলম্বন করে গড়ে উঠছে। খাঁড়িটির উত্তর ও দক্ষিণ তীরে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা ওই রিসোর্টটি দেখতে অনেকটা সুবিশাল সেতুর মতো। অতিথিদের জন্য এতে থাকবে ২৫০টি বিলাসবহুল কক্ষ। আর থাকবে ৪৫০ মিটার দীর্ঘ একটি জলাধার। সে অর্থে এটি হবে অনেকটা ভাসমান একটি লেকের মতো। এর পানিতে গা ডুবিয়ে পর্যটকেরা উপভোগ করতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্তের মায়া। রিসোর্টের ৩৬ মিটার নিচ দিয়ে সামুদ্রিক অংশটিতে জোয়ার ভাটার বৈশিষ্ট্যও আলাদা আবেদন যোগ করবে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এই রিসোর্টে অবস্থান করা পর্যটকদের জন্য থাকবে নানা সামুদ্রিক এবং মরুভূমির অ্যাডভেঞ্চার। কেউ চাইলে পালতোলা নৌকায় চড়া কিংবা সমুদ্রের পানিতে ডুব দিয়ে প্রবাল বনে ঘোরাঘুরির মতো উত্তেজনাকর অভিযানে অংশ নিতে পারবেন। স্বাস্থ্য এবং সুস্থতার নানা সুবিধা সহ আরও থাকবে বিলাসবহুল স্পা-এর ব্যবস্থা। থাকবে দেশি-বিদেশি খাবার উপভোগ করার বিপুল আয়োজনও। 

গত বুধবার এই রিসোর্টের অ্যাক্স অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে আত্মপ্রকাশের জানান দেওয়া হয়েছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে