হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলের সর্বগ্রাসী আগ্রাসনে নিহত বেড়ে ৫৫,৩৬২

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি আগ্রাসনে সর্বস্বান্ত এক ফিলিস্তিনি পরিবারের সদস্যরা। ছবি: আনাদোলু

ইসরায়েলের সঙ্গে ইরানের ব্যাপক সংঘাত চলছে গত শুক্রবার থেকে। এই সংঘাত বিশ্ব গণমাধ্যমের আলো কেড়ে নিয়েছে। আড়ালে পড়েছে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধ। কিন্তু অঞ্চলটিতে দখলদার ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ থেমে নেই। সর্বশেষ হিসাব অনুসারে, অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৫৫ হাজার ৩৬২ জন।

আজ রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখ থেকে এখন পর্যন্ত অন্তত ৫৫ হাজার ৩৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ সময় আহত হয়েছে ৩১৫ জন। ইসরায়েলি হামলায় মোট আহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৪১ জনে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গত মার্চ মাসের ১৮ তারিখ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করে। এর পর থেকে ৫ হাজার ৭১ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১৬ হাজার ৭০০ জন। এর মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি ভেঙে যায়।

গত নভেম্বর মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া গাজায় নির্বিচার হামলার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে ইসরায়েল।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত