হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে বোমা হামলার দায় স্বীকার করল আইএস

ইরাকে বোমা হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে কিরকুক শহরের কাছে এই হামলা হয়।

বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে আইএস জানায়, রোববারের হামলার নেপথ্যে তাঁরা। এ ছাড়া বুধবার বাগদাদের কাছে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হওয়ার পেছনে তাদের হাত ছিল।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এ সময় বন্দুক হামলার ঘটনাও ঘটে। এই হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই কর্মকর্তা।

কিরকুক রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৭ সালে কুর্দি বাহিনীর কাছ থেকে শহরটির দখল নেয় ইরাকের নিরাপত্তা বাহিনী। দেশটিতে আইএস’র তৎপরতা বেড়ে গেলে শহরটি ছেড়ে যায় ইরাকি বাহিনী। এর পর কুর্দির আঞ্চলিক সরকার ফের কিরকুকের নিয়ন্ত্রণ নেয়।

একটা সময় আইএস ইরাকের পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়ে সেখানে তাদের শাসন জারি করেছিল।

কিন্তু ২০১৭ সালে সিরিয়ার সীমান্ত অঞ্চলের ঘাঁটিগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়ে জয় ঘোষণা করে ইরাকি বাহিনী। ২০১৯ সালে আইএসের দখলে থাকা শেষ অঞ্চলটিও পুনর্দখলে নেয় ইরাকিরা। তবে জঙ্গিগোষ্ঠীটি একটি ‘অব্যাহত হুমকি’ হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করে জাতিসংঘ।

জাতিসংঘের হিসেবে, সিরিয়া ও ইরাকে আইএস’র ৬ থেকে ১০ হাজার যোদ্ধা আছে। এদের অধিকাংশই দেশ দুটির প্রত্যন্ত এলাকায় আত্মগোপনে রয়েছে আর চোরাগোপ্তা হামলা ও রাস্তার পাশে বোমা পেতে রাখার মতো বিভিন্ন গেরিলা আক্রমণ অব্যাহত রেখেছে। 

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের