হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে বোমা হামলার দায় স্বীকার করল আইএস

ইরাকে বোমা হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে কিরকুক শহরের কাছে এই হামলা হয়।

বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে আইএস জানায়, রোববারের হামলার নেপথ্যে তাঁরা। এ ছাড়া বুধবার বাগদাদের কাছে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হওয়ার পেছনে তাদের হাত ছিল।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এ সময় বন্দুক হামলার ঘটনাও ঘটে। এই হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই কর্মকর্তা।

কিরকুক রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৭ সালে কুর্দি বাহিনীর কাছ থেকে শহরটির দখল নেয় ইরাকের নিরাপত্তা বাহিনী। দেশটিতে আইএস’র তৎপরতা বেড়ে গেলে শহরটি ছেড়ে যায় ইরাকি বাহিনী। এর পর কুর্দির আঞ্চলিক সরকার ফের কিরকুকের নিয়ন্ত্রণ নেয়।

একটা সময় আইএস ইরাকের পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়ে সেখানে তাদের শাসন জারি করেছিল।

কিন্তু ২০১৭ সালে সিরিয়ার সীমান্ত অঞ্চলের ঘাঁটিগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়ে জয় ঘোষণা করে ইরাকি বাহিনী। ২০১৯ সালে আইএসের দখলে থাকা শেষ অঞ্চলটিও পুনর্দখলে নেয় ইরাকিরা। তবে জঙ্গিগোষ্ঠীটি একটি ‘অব্যাহত হুমকি’ হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করে জাতিসংঘ।

জাতিসংঘের হিসেবে, সিরিয়া ও ইরাকে আইএস’র ৬ থেকে ১০ হাজার যোদ্ধা আছে। এদের অধিকাংশই দেশ দুটির প্রত্যন্ত এলাকায় আত্মগোপনে রয়েছে আর চোরাগোপ্তা হামলা ও রাস্তার পাশে বোমা পেতে রাখার মতো বিভিন্ন গেরিলা আক্রমণ অব্যাহত রেখেছে। 

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার