হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ২০টি আরব ও মুসলিম দেশের যৌথ বিবৃতি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। মিসরের সরকারি সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, ২০টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ‘অঞ্চলের বিপজ্জনক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

বিবৃতিতে মন্ত্রীরা রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং সুপ্রতিবেশীসুলভ নীতির প্রতি শ্রদ্ধার প্রয়োজনীয়তা নিশ্চিত করার গুরুত্বের কথা বলেছে। সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া তাঁরা পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র মুক্ত একটি মধ্যপ্রাচ্য তৈরির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। সংশ্লিষ্ট দেশগুলোকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের এই আন্তর্জাতিক চুক্তিতে ইসরায়েল স্বাক্ষর করেনি। তারা জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএকে তাদের পরমাণু কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয় না।

২০ মুসলিম দেশের মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, সংঘাতের সমাধান কূটনীতির মাধ্যমে হওয়া উচিত। সামরিক উপায়ে এর সমাধান সম্ভব নয়।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা