হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ২০টি আরব ও মুসলিম দেশের যৌথ বিবৃতি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। মিসরের সরকারি সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, ২০টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ‘অঞ্চলের বিপজ্জনক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

বিবৃতিতে মন্ত্রীরা রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং সুপ্রতিবেশীসুলভ নীতির প্রতি শ্রদ্ধার প্রয়োজনীয়তা নিশ্চিত করার গুরুত্বের কথা বলেছে। সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া তাঁরা পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র মুক্ত একটি মধ্যপ্রাচ্য তৈরির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। সংশ্লিষ্ট দেশগুলোকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের এই আন্তর্জাতিক চুক্তিতে ইসরায়েল স্বাক্ষর করেনি। তারা জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএকে তাদের পরমাণু কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয় না।

২০ মুসলিম দেশের মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, সংঘাতের সমাধান কূটনীতির মাধ্যমে হওয়া উচিত। সামরিক উপায়ে এর সমাধান সম্ভব নয়।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের