হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি হামলার ভয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের পরিবার সরিয়ে নেওয়া হয়েছে

আজকের পত্রিকা ডেস্ক­

তেলআবিবের উপকণ্ঠ রামাত গানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে আঘাত হানা একটি স্থানে পরিদর্শনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ১৩ জুনের হামলায় শহরের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি: এএফপি

ইসরায়েলের ইরানের ওপর প্রথম বিমান হামলা শুরু হওয়ার পরই দেশের মন্ত্রিসভার বেশ কিছু সদস্যের পরিবারকে নিরাপত্তার স্বার্থে বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ সূত্রে জানা গেছে, ইরানের প্রতিশোধী হামলার আশঙ্কায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা ক্যাবিনেটের সদস্যদের পরিবারের লোকজনকে বিশেষ “নিরাপদ কমপ্লেক্স” বা নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। কেউ কেউ আংশিক নিরাপত্তার জন্য গোপনীয়তা রক্ষা করে অন্য ঠিকানায় সরিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের অবস্থান আড়াল থাকে এবং প্রতিপক্ষ সহজে শনাক্ত করতে না পারে।

ইসরায়েলি কর্তৃপক্ষের এই ব্যবস্থা মূলত প্রতিহিংসামূলক হামলার সম্ভাবনা থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষিত রাখার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জবাবী কার্যক্রম তীব্র হতে পারে বলে আশঙ্কা রয়েছে, তাই এই পদক্ষেপ জরুরি বলে বিবেচিত হয়েছে।

এই পরিস্থিতি ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সময়ে বর্ধিত নিরাপত্তা সতর্কতার প্রেক্ষাপটে নেওয়া এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত