হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় খাদ্য বিতরণ স্থগিতের ঘোষণা ডব্লিউএফপির

উত্তর ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে খাদ্য বিতরণ স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। তহবিল হ্রাস এবং ইয়েমেনের দরিদ্র জনগোষ্ঠীর দিকে মনোনিবেশ করার উপায় নিয়ে হুতির সঙ্গে মতবিরোধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানান হয়।

গতকাল মঙ্গলবার ডব্লিউএফপি এই সিদ্ধান্তের ঘোষণা দিয়ে বলেছে যে, সাহায্যের আওতায় আসা মানুষের সংখ্যা ৯৫ লাখ থেকে ৬৫ লাখে নামিয়ে আনার ব্যাপারে হুতি গ্রুপের সঙ্গে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলা আলোচনা ব্যর্থ হয়েছে। কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। তারপর দাতাদের পরামর্শে খাদ্যসহায়তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে খাদ্য মজুত এখন প্রায় সম্পূর্ণরূপে নিঃশেষ এবং সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় ফের খাদ্যসহায়তা শুরু করতে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে যত দিন পর্যন্ত সাহায্য তহবিল এবং কর্তৃপক্ষের সহযোগিতা থাকবে, তত দিন পর্যন্ত সানায় জীবিকা, পুষ্টি এবং বিদ্যালয়ের খাবার দেওয়ার কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে ডব্লিউএফপি।

জাতিসংঘের সংস্থাটি তাদের বিবৃতিতে আরও বলেছে, গত আগস্টে ঘোষিত তহবিলের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য খাদ্য বিতরণ অব্যাহত রাখা হবে। ডব্লিউএফপির সিদ্ধান্ত সম্পর্কে হুতি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সৌদি সরকার ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে ইয়েমেন যুদ্ধ শুরু হওয়ার পর ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশ ইয়েমেন। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ বিশাল এলাকা দখল করেছিল হুতি। এরপর যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণে ৩ কোটি জনসংখ্যার দেশটিতে মৃত্যুবরণ করেছে হাজার হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ। 

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের উদ্যোগে দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর সেখানে দেখা যায় মানবিক বিপর্যয়। গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট তহবিল হ্রাসের ঘটনায় ইয়েমেনে খাদ্যসামগ্রী বিতরণ কমিয়ে দেয় ডব্লিউএফপি। এতে আরও ঘনীভূত হয় সংকট।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে