হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সোমবার শাওয়ালের চাঁদ দেখতে বললেন সৌদি সুপ্রিম কোর্ট

স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের সব মানুষকে শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। পঞ্জিকা অনুযায়ী ওই দিনটি চলতি হিজরি বছরের ২৯ রমজানে পড়ে। 

সুপ্রিম কোর্টের একটি বিবৃতির বরাত দিয়ে রোববার সৌদি গেজেট এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—যারা খালি চোখে বা দুরবিনের মাধ্যমে নতুন বাঁকা চাঁদ দেখতে পাবেন তাঁদেরকে নিকটস্থ আদালতে গিয়ে খবরটি জানাতে হবে। তবে তাঁদেরকে অবশ্যই চাঁদ দেখার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। 

বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে যোগদানের জন্য সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেছে। 

মোট ১২টি মাস নিয়ে ইসলামি হিজরি সালের পঞ্জিকায় ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে বছর শেষ হয়। রমজান এই পঞ্জিকার নবম মাস। ঈদুল ফিতরের মাধ্যমে এই মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়। 

গত ৫ এপ্রিল রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে এদিন লাখ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। 

এর আগে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের আগামী ৯ এপ্রিল থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট, লাইট শো এবং আতশবাজি করার প্রস্তুতি চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-অ্যারাবিয়া।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান