হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সোমবার শাওয়ালের চাঁদ দেখতে বললেন সৌদি সুপ্রিম কোর্ট

স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের সব মানুষকে শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। পঞ্জিকা অনুযায়ী ওই দিনটি চলতি হিজরি বছরের ২৯ রমজানে পড়ে। 

সুপ্রিম কোর্টের একটি বিবৃতির বরাত দিয়ে রোববার সৌদি গেজেট এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—যারা খালি চোখে বা দুরবিনের মাধ্যমে নতুন বাঁকা চাঁদ দেখতে পাবেন তাঁদেরকে নিকটস্থ আদালতে গিয়ে খবরটি জানাতে হবে। তবে তাঁদেরকে অবশ্যই চাঁদ দেখার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। 

বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে যোগদানের জন্য সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেছে। 

মোট ১২টি মাস নিয়ে ইসলামি হিজরি সালের পঞ্জিকায় ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে বছর শেষ হয়। রমজান এই পঞ্জিকার নবম মাস। ঈদুল ফিতরের মাধ্যমে এই মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়। 

গত ৫ এপ্রিল রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে এদিন লাখ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। 

এর আগে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের আগামী ৯ এপ্রিল থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট, লাইট শো এবং আতশবাজি করার প্রস্তুতি চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-অ্যারাবিয়া।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার