হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাকিস্তান সীমান্তে হামলায় ৬ ইরানি সীমান্তরক্ষী নিহত 

পাকিস্তান সীমান্তের কাছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ছয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন। রোববার ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা যায়। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, শনিবার (২০ মে) রাতে সশস্ত্র হামলায় ইরানের ছয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন। হামলাকারীরা সীমানা পেরিয়ে ইরানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষীরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। 

সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান মাদক চোরাচালানকারী চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু এবং সুন্নি মুসলিম বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের কেন্দ্রস্থল। গত মার্চেও এই অঞ্চলে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সেই সময় জানিয়েছিল। তবে শনিবারের হতাহতের ঘটনা সাম্প্রতিক মাসগুলোতে এই প্রদেশে সবচেয়ে মারাত্মক হামলার একটি। 

এদিকে সীমান্তে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পাকিস্তান সরকার সন্ত্রাসীদের দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী তাঁরা। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, সেগুলোর দ্রুত বাস্তবায়নের আশাও করেন এই মুখপাত্র। 

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানা যায়, এমন সময় হামলা হলো যার দুই দিন আগেই সীমান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অংশগ্রহণে একটি বাজার উদ্বোধন করা হয়। এ ছাড়া একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন দুই সরকারপ্রধান। এই সঞ্চালন লাইন স্থাপনের কারণে পাকিস্তানের কিছু প্রত্যন্ত অঞ্চলকে বিদ্যুৎ সরবরাহ করবে ইরান।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া