হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে বেশির ভাগ মার্কিন

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানাভাবে ইরানকে হুমকি ধামকি দিলেও সরাসরি যুদ্ধে জড়িত হওয়ার কোনো ইঙ্গিত এখনো দেননি। তাঁর প্রশাসন ও দলের লোকদের বেশির ভাগই মধ্যপ্রাচ্যে আমেরিকার আরেকটি যুদ্ধে জড়ানোর বিরোধিতা করছেন। যদিও ট্রাম্প ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। ইরান-ইসরায়েল যুদ্ধে আমেরিকান অস্ত্রের শ্রেষ্ঠত্বের গুনগানই গেয়েছেন তিনি।

এ পরিস্থিতিতে সাধারণ আমেরিকানরা কী ভাবছেন? এ নিয়ে সম্প্রতি পরিচালিত একটি মতামত জরিপ নিয়ে প্রতিবেদন করেছে আল-জাজিরা।

সমীক্ষায় দেখা গেছে, আমেরিকানরা ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়িত হওয়ার বিরোধিতা করছেন। মার্কিন জরিপ সংস্থা ইউগভ (YouGov) পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন, মার্কিন সামরিক বাহিনীর চলমান সংঘাতে জড়িত হওয়া উচিত নয়।

মাত্র ১৬ শতাংশ মার্কিন জড়িত থাকার পক্ষে, যেখানে ২৪ শতাংশ বলেছেন, কী করা উচিত এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

এ দিকে ডেমোক্র্যাটদের মধ্যে, যারা মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেন তাঁদের হার ৬৫ শতাংশ, এবং রিপাবলিকানদের মধ্যে এই হার ৫৩ শতাংশ। প্রায় ৬১ শতাংশ স্বতন্ত্র ভোটার এই পদক্ষেপের বিরোধিতা করেন।

সমীক্ষায় আরও দেখা গেছে, অর্ধেক আমেরিকান ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হিসাবে দেখেন। যেখানে ২৫ শতাংশ মনে করেন, ইরান বন্ধুত্বপূর্ণ নয়।

আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের