হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পেগাসাসকাণ্ড নিয়ে আলোচনায় বসছে ইসরায়েল সরকারের উদারপন্থীরা

আড়িপাতার সফটওয়্যার পেগাসাস নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েলের জোট সরকারের উদারপন্থীরা। আজ সোমবার সরকারের উদারপন্থীরা জানিয়েছেন, তাঁরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এই সফটওয়্যারের রপ্তানির বিষয়ে আলোচনায় করবেন।

ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরে তারা দ্য গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘দ্য পেগাসাস প্রজেক্ট’। তবে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে।

এ নিয়ে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও উদারপন্থী মেরেৎজ পার্টির প্রধান নিৎজান হোরোভিৎস সাংবাদিকদের বলেছেন, আগামী বৃহস্পতিবার তিনি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যানৎজের সঙ্গে আলোচনায় বসবেন। সেখানে এনএসও গ্রুপের সফটওয়্যার রপ্তানির বিষয়টি নিয়ে আলোচনা হবে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার