হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘সর্বোচ্চ ক্ষয়ক্ষতির’ মাধ্যমে প্রতিশোধের প্রতিশ্রুতি ইরানের সেনাপ্রধানের

দামেস্কে ইসরায়েলের হামলায় সাতজন বিপ্লবী গার্ডের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি আবারও দিয়েছে ইরান। আজ শনিবার ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি বলেছেন, তাঁর দেশের শত্রুরা এই হত্যাকাণ্ডের জন্য আফসোস করবে। প্রতিশোধমূলক হামলায় সর্বোচ্চ ক্ষয়ক্ষতির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সঠিক সময়ে সঠিক পরিকল্পনার সঙ্গে নির্ভুলভাবে হামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি। সর্বোচ্চ ক্ষয়ক্ষতির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতির মাত্রা এতই বেশি হবে যে শত্রুরা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আফসোস করবে।

ইসরায়েলের হামলায় নিহত কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদির প্রতি তেহরানের ইস্পাহানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)  আয়োজিত এক অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয়। এতে হাজারো মানুষ জড়ো হন। সেখানে বক্তব্যে এসব বলেন সেনাপ্রধান বাঘেরি।

এই অনুষ্ঠানে আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি বলেন, এই ঘটনার মূল্য ইসরায়েলকে দিতে হবে। তিনি আরও বলেন, ইরানের সাহসী লোকজন অবশ্যই ইহুদিবাদী রাষ্ট্রকে শাস্তি দেবে।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই শীর্ষ জেনারেলসহ ১১ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে।

এর জেরে ইসরায়েল তার প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে। সেই সঙ্গে জোরদার করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। হামলার ঝুঁকি থাকায় ২৮টি দেশে দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে ইসরায়েল।

ইসরায়েলের পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রও। ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়েছে বলে গতকাল শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইরানের হুমকি নিয়েও আলোচনা হয়। ওয়াশিংটন বলেছে, বাইডেন এ ব্যাপারে স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের হুমকির ব্যাপারে ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার