হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মাশা আমিনির স্মৃতিসৌধে শোকার্তরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ 

ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যাওয়া মাশা আমিনির স্মরণে তাঁর কবরের পাশে সমবেত হয়েছিলেন শোকার্তরা। এ সময় সমবেত জনতার সঙ্গে স্থানীয় নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। স্থানীয় সময় আজ বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিনে উপলক্ষে নিরাপত্তা বাহিনীর কঠোর সতর্কতা উপেক্ষা করে সমবেত হন তাঁরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন অনুসারে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে প্রায় হাজার খানেক নারী-পুরুষ কুর্দিস্তানের পশ্চিমাঞ্চলের সাকেজে মাশা আমিনির গ্রামের বাড়ির কবরস্থানে সমবেত হন। তাঁরা অনেকেই মহাসড়কে, কেউ কেউ নদীপথেও সেখানে পৌঁছান। এ সময় তাঁরা ‘নারী, জীবন, মুক্তি’ ও ‘একনায়কত্বের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছিলেন। 

এদিকে, ইরানের আধা স্বায়ত্তশাসিত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, মাশা আমিনির স্মৃতিসৌধে উপস্থিত লোকজন সাকেজ শহরের উপকণ্ঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষিপ্ত ওই সংঘর্ষের পর নিরাপত্তার প্রশ্ন বিবেচনায় এনে সাকেজে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাশা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নীতি পুলিশ। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ। টানা ছয় সপ্তাহের বেশি সময় ধরে সেই বিক্ষোভ চলমান।  
 

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া