হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে রকেট হামলায় ১ জন নিহত, আহত ১০

ইরাকে রকেট হামলায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। স্থানীয় সময় আজ সোমবার ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী কোয়ি শহরে ইরানিয়ান কুর্দিশ পার্টি প্রধান কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত স্বায়ত্তশাসিত এরবিল অঞ্চলে অবস্থিত কোয়ি শহর। শহরটির গভর্নর তারিক হায়দারি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরাকের কুর্দি অঞ্চলে ইরানের ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

কুর্দি নিরাপত্তাবাহিনীর সূত্র জানিয়েছে, এরবিল ও সুলেইমানিয়ার কাছে ইরানি কুর্দি ভিন্নমতাবলম্বীদের দুটি ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার বিষয়ে ইরানভিত্তিক একটি কুর্দি মানবাধিকার সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, আইআরজিসি ৬টি ড্রোন দিয়ে সুলেইমানিয়ার কমলা পার্টির ঘাঁটি এবং কোয়িতে ডেমোক্রেটিক পার্টি অব ইরানি কুর্দিস্তানের ঘাঁটি লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। 

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ইরানি কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকেই আইআরজিসি উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে ইরানি কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিগুলোতে হামলা শুরু করেছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার