হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরও একটি তেলবাহী ট্যাংকার আটক করল ইরান

হরমুজ প্রণালিতে আরও একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অব্যাহত উত্তেজনার মধ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন ৫ম নৌবহর ও ইরানের গণমাধ্যমগুলো গত বুধবার বলেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জলপথে একটি ট্যাংকার আটক করেছে।

৫ম নৌবহর একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, আইআরজিসির বেশ কয়েকটি দ্রুতগামী জাহাজ একটি ট্যাংকারের কাছে আসছে। ট্যাংকারটিতে পানামার পতাকা ছিল। যুক্তরাষ্ট্র বলেছে, ট্যাংকারটিকে জোর করে নিজেদের জলসীমায় নিয়ে গেছে আইআরজিসি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড একটি জাহাজ জব্দ করেছে। তবে কী কারণে জাহাজটিকে জব্দ করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি।

বার্তা সংস্থা মিজান জানিয়েছে, এক বাদীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে জাহাজটি জব্দ করা হয়েছে।

এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী ওমান উপসাগর থেকে একটি তেলের ট্যাংকার আটক করে। যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর বলেছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক অর্থনীতি এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি।

তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাডভান্টেজ সুইট নামের ওই জাহাজটি ইরানের একটি জাহাজকে ধাক্কা দিয়েছিল। এ কারণে জাহাজটিকে আটক করা হয়। জাহাজটি যুক্তরাষ্ট্রের শেভরন কোম্পানির জন্য কুয়েত থেকে তেল নিয়ে টেক্সাসে যাচ্ছিল। জাহাজটি চীনের মালিকানাধীন এবং এটি তুরস্ক পরিচালনা করছিল বলেও জানিয়েছে ইরান।

এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টার অংশ হিসেবে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলের ট্যাংকার জব্দ করে। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানও একটি জাহাজ আটক করে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘ইরান হয়রানি করছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের অধিকারে হস্তক্ষেপ করছে। এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ব্যাঘাত সৃষ্টিকারী।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নতুন নয়। গত বছর যুক্তরাষ্ট্র গ্রিসের কাছে ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করা চেষ্টা করেছিল। এর জবাবে গ্রিসের দুটি ট্যাংকার জব্দ করে ইরান। ট্যাংকারগুলো কয়েক মাস আটকে রেখেছিল তেহরান। পরে গ্রিসের আদালত ইরানের জাহাজটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে ইরানও গ্রিসের ওই দুটি জাহাজ ছেড়ে দেয়।

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব