হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফ্লাইটের টিকিট কাটলেই সৌদি আরবের ভিসা ফ্রি

এখন ফ্লাইটের টিকিট কাটলেই বিনা মূল্যে মিলবে সৌদি আরবের চার দিনের ট্রানজিট ভিসা। তবে সেই টিকিট হতে ওই দেশেরই দুটি এয়ারলাইনসের। সৌদি আরবে ভ্রমণ সহজতর করতে গত সোমবার এ সেবা চালু করা হয়। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনসের টিকিট কাটলেই তাৎক্ষণিকভাবে বিনা মূল্যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করা হবে। এ ভিসায় যাত্রীরা চার দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন। এ ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানো যাবে। 

সৌদি পর্যটন কর্তৃপক্ষ বোর্ডের সদস্য ফাহাদ হামিদাদ্দিন জানিয়েছেন, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনসের যৌথ উদ্যোগে এই ট্রানজিট ভিসা দেওয়া হচ্ছে। এর ফলে সৌদি আরব বিশ্বমানের ভ্রমণ গন্তব্য হয়ে উঠতে পারে।

ট্রানজিট ভিসায় যাত্রীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরিয়াহ, মদিনায় মসজিদে নববিসহ দেশটির ভেতরে ভ্রমণের পাশাপাশি যেকোনো পর্যটন আয়োজনে যোগদান করা যাবে। এর আওতায় মক্কায় পবিত্র ওমরাহ পালনের সুযোগও থাকছে। 

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব বলেন, ‘পর্যটনকে সহজ ও উন্নত করার সৌদি আরবের প্রতিশ্রুতির প্রমাণ এই ট্রানজিট ভিসা। দেশকে বিশ্বমানের পর্যটনস্থল করে তুলতে আমরা পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাব।’ 

সৌদি আরবে ট্রানজিট ভিসা এখন চালু করলেও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে এ সুবিধা আগে থেকেই রয়েছে। 

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া