হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড

ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ড পাওয়া যুগল হলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তাঁর বাগ্‌দত্তা আসতিয়াজ হাকিকি (২১)।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, তেহরানের আজাদি টাওয়ারের সামনে জনসমক্ষে নাচেন আহমাদি ও হাকিকি। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এই যুগল। এরপর ভাইরাল হয় ভিডিওটি। এরই জেরে গ্রেপ্তার করা হয় তাঁদের। এবার এই যুগলকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিলেন দেশটির একটি আদালত।

দুর্নীতি, পতিতাবৃত্তিতে উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে আহমাদি ও হাকিকির বিরুদ্ধে। এর জন্য তাঁদের মোট ১০ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে দুই বছর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এমনকি দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।

গত বছরের ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় ইরান সরকার। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হন হাজারের বেশি মানুষ। মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অনেক বিক্ষোভকারীকে।

ইরানে এখনো অস্থিরতা বিরাজমান। তবে আহমাদি ও হাকিকির নাচের ভিডিওর সঙ্গে চলমান বিক্ষোভের কোনো যোগসূত্র নেই বলে জানা গেছে। তবু তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার মতো অভিযোগ আনা হয়েছে। 

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া