হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে পুরুষ নির্যাতন, বাংলাদেশি নারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

কুয়েতে ঘরের ভেতরে চোখ ও হাত বেঁধে এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে অভিযুক্ত নারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ।

স্থানীয় সময় গত মঙ্গলবার দেশটির গণমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এক পুরুষকে মারধর করতে দেখা যায় ওই নারীকে। এর জেরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ওই ভিডিওতে দেখা যায়, দড়ি দিয়ে হাত পিছমোড়া বেঁধে এক পুরুষকে মারধর করছেন এক নারী। নির্যাতনের শিকার ওই পুরুষের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল।

ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘রানী কিং খান, কে আমি বল? কে আমি? বল কিং খান, ভিডিও কর...এই রকম মারছে আমাকে, ৩৫ বছরের সংসার।’ এ সময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘মাইরেন না।’ তবে কী কারণে ওই ব্যক্তিকে এভাবে মারধর করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে মারধরের ওই ঘটনাকে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে কুয়েতের প্রশাসন। এর আগে দেশটিতে এমন ঘটনা প্রকাশ পায়নি।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত