হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলের দখলকৃত এলাকায় ইরানের ড্রোন হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। দখলকৃত গোলান মালভূমি এলাকার আকাশে ড্রোনটি প্রবেশ করেছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ড্রোনটি একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।

গোলান মালভূমি হলো একটি কৌশলগত এলাকা, যা ইসরায়েল ও সিরিয়ার সীমান্ত বরাবর অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে এর বেশির ভাগ অংশ দখল করে নেয় এবং ১৯৮১ সালে এটিকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করে। তবে, আন্তর্জাতিক সম্প্রদায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া, গোলান মালভূমিকে ইসরায়েল অধিকৃত সিরীয় ভূখণ্ড হিসেবেই দেখে। এই অঞ্চলের উচ্চতা এটিকে সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে এবং এটি উত্তর ইসরায়েলে নজরদারি করার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই অঞ্চলের ভূরাজনৈতিক অস্থিরতার একটি কেন্দ্রবিন্দু এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তার বৃহত্তর প্রেক্ষাপটে এই গোলান মালভূমির গুরুত্ব অপরিসীম।

ইরান বিভিন্ন ধরনের ড্রোন তৈরি ও ব্যবহার করে, যার মধ্যে শাহেদ-১৩৬-এর মতো ‘কামিকাজে’ ড্রোন এবং শাহেদ-১২৯-এর মতো গোয়েন্দা ও আক্রমণ সক্ষমতাসম্পন্ন ড্রোন রয়েছে। এই ড্রোনগুলো দূরপাল্লার হামলা চালাতে এবং ইসরায়েলের মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ড্রোন ভূপাতিত করার ঘটনা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের