হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলের দখলকৃত এলাকায় ইরানের ড্রোন হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। দখলকৃত গোলান মালভূমি এলাকার আকাশে ড্রোনটি প্রবেশ করেছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ড্রোনটি একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।

গোলান মালভূমি হলো একটি কৌশলগত এলাকা, যা ইসরায়েল ও সিরিয়ার সীমান্ত বরাবর অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে এর বেশির ভাগ অংশ দখল করে নেয় এবং ১৯৮১ সালে এটিকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করে। তবে, আন্তর্জাতিক সম্প্রদায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া, গোলান মালভূমিকে ইসরায়েল অধিকৃত সিরীয় ভূখণ্ড হিসেবেই দেখে। এই অঞ্চলের উচ্চতা এটিকে সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে এবং এটি উত্তর ইসরায়েলে নজরদারি করার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই অঞ্চলের ভূরাজনৈতিক অস্থিরতার একটি কেন্দ্রবিন্দু এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তার বৃহত্তর প্রেক্ষাপটে এই গোলান মালভূমির গুরুত্ব অপরিসীম।

ইরান বিভিন্ন ধরনের ড্রোন তৈরি ও ব্যবহার করে, যার মধ্যে শাহেদ-১৩৬-এর মতো ‘কামিকাজে’ ড্রোন এবং শাহেদ-১২৯-এর মতো গোয়েন্দা ও আক্রমণ সক্ষমতাসম্পন্ন ড্রোন রয়েছে। এই ড্রোনগুলো দূরপাল্লার হামলা চালাতে এবং ইসরায়েলের মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ড্রোন ভূপাতিত করার ঘটনা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’