হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনে খ্রিষ্টানদের লক্ষ্য করে ইহুদিদের থুতু, নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

জেরুজালেমে গির্জায় এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে ইসরায়েলি ইহুদিদের থুতু নিক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আজ শনিবার জেরুজালেমের ওল্ড সিটিতে খ্রিষ্টানদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘যদি একই কাজ ইহুদির বিরুদ্ধে ঘটত, তাহলে সেই আচরণকে আমাদের ইহুদি–বিদ্বেষী (অ্যান্ট সেমিটিজম) বলে বর্ণনা করতে আমাদের কোনো সমস্যা হবে না।’ 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন প্রশাসনের ইহুদি–বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বিশেষ দূত ডেবোরাহ লিপস্ট্যাড এসব কথা বলেছে। 
এই নিন্দনীয় কাজের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন তিনি। 

গির্জা বা খ্রিষ্টান পুরোহিতদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের ঘটনা অবশ্য নতুন নয়। ফিলিস্তিনের সংখ্যালঘু গোষ্ঠীর অন্তর্গত বিশ্বাসীদের অপমান করার একটি নিয়মিত কৌশল হয়ে উঠেছে এটি। সাম্প্রতিক বছরগুলোতে সেই কৌশল মুসলিমদের ওপর প্রয়োগ করছে ইসরায়েলের আশকেনাজি ইহুদিরা (কট্টরপন্থী ইহুদি)। 

এদিকে জেরুজালেমে খ্রিষ্টানদের ওপর থুতু ফেলার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও নিন্দা জানিয়েছেন। শনিবার তাঁদের সঙ্গে যোগ দিলেন মার্কিন বিশেষ দূত ডেবোরা লিপস্ট্যাড। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গত সপ্তাহের শুরুতে যখন কয়েক হাজার ইহুদি সুকোতের (ইহুদি ধর্মীয় উৎসব) ছুটিতে ওল্ড সিটির চারপাশে উৎসবে জড়ো হচ্ছিল, তখন খ্রিষ্টানদের একটি দলকে একটি বড় ক্রুশ বহন করে গির্জা থেকে বের হতে দেখা যায়। একই সময়ে শত শত ইহুদির একটি শোভাযাত্রা ওল্ড সিটির দেয়ালের চারপাশে জড়ো হয়। ইহুদিরা খ্রিষ্টানদের লক্ষ্য করে তখন থুতু ফেলতে শুরু করে। 

ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও অবশ্য এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং এর সমাধানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার ইংরেজি এবং হিব্রু ভাষায় নিন্দার বিবৃতি প্রকাশ করেছেন। 

গত বুধবার ইসরায়েল পুলিশ জেরুজালেমের খ্রিষ্টান সম্প্রদায় এবং গির্জায় থুতু ফেলার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

বিক্ষোভে উত্তাল ইরান, নির্বাসিত রেজা পাহলভিকে সাক্ষাৎ দেবেন না ট্রাম্প

বিক্ষোভ ছড়িয়ে পড়ায় বৈধতার সংকটে ইরানের শাসকগোষ্ঠী

ইরানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এক দিনে আরও ১৪ জনকে হত্যা করেছে ইসরায়েল

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

ইরান বিক্ষোভের কেন্দ্রভূমি হয়ে উঠল ইলম

সরকারবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে ইরানিদের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে দেশজুড়ে

পালিয়ে গেছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা, সৌদিতে সংলাপে গিয়ে উধাও তাঁর গোষ্ঠীর নেতারা

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান