হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে নিহত ১, আহত ৬৩

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি একটি এলাকা। ছবি: সংগৃহীত

ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন। ইসরায়েলের দাবি, ইরান অন্তত দেড় শ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী আজ শনিবার সকালে মারা গেছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথোরিটি গতকাল শুক্রবার রাতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুম ডান এলাকা থেকে ১০২ জরুরি হটলাইনে অসংখ্য ফোন আসে।

হামলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তেল আবিব ও জামাত গানে ফায়ার ফাইটিং দল পাঠানো হয়। বিবৃতি অনুযায়ী, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জামাত গানেও কাঠামোগত ক্ষতির পাশাপাশি অনেক মানুষ আটকা পড়েছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা বিষয়ক সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) ৬৩ জন আহতকে চিকিৎসা দিয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত ২৬ জনকে শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন মাঝারি অবস্থায় আছেন। বেলিনসন হাসপাতালে নেওয়া হয়েছে ১৩ জনকে, তাদের মধ্যে একজন আশঙ্কাজনক ও দুজন মাঝারি অবস্থায় আছেন। ইচিলভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে ১৯ জনকে, তাদের মধ্যে চারজন মাঝারি অবস্থায় আছেন।

এদিকে, দখলদার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ১৫০ টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র আসার সময় আইডিএফ বেসামরিক নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে প্রাথমিক সতর্কতা পাঠিয়েছিল।

প্রাথমিক প্রতিরক্ষা মূল্যায়ন অনুযায়ী, ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইডিএফ জানিয়েছে, প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলার কয়েক মিনিট পরই ইরান আরেকটি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জেরুজালেম পোস্টকে ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আটকের খবর দিয়েছেন।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার