হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান ইরানের দুই নোবেল বিজয়ীর

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের দুই মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি ও শিরিন এবাদি।

‘ধ্বংস নয়, সংলাপ বেছে নিন’— এই বার্তা দিয়ে তাঁরা নোবেল উইমেনস ইনিশিয়েটিভ ওয়েবসাইটে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, তা শুধু ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং তা গোটা অঞ্চলে ও বৈশ্বিকভাবে বিস্তৃত সংঘাতের আশঙ্কাও তৈরি করছে। নারীদের, শিশুদের—সাধারণ নাগরিকদের জীবন এখন চরম ঝুঁকিতে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই যুদ্ধ থামাতে হবে। আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, উভয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বন্ধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানাই। পাশাপাশি একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিও মেনে চলা উচিত।’

২০০৩ সালে নোবেলজয়ী শিরিন এবাদি বর্তমানে যুক্তরাজ্যে নির্বাসনে আছেন। তিনি ইরানে গণতন্ত্র, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের পক্ষে কাজ করার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পান।

২০২৩ সালে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি ইরানে মৃত্যুদণ্ডের বিরোধিতা ও নারীর অধিকারের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন। বর্তমানে তিনি তেহরানের কারাগারে দীর্ঘমেয়াদি সাজা ভোগ করছেন।

এই দুই শান্তিকর্মীর আহ্বান এমন এক সময়ে এল, যখন যুদ্ধের কারণে ইরান ও ইসরায়েল উভয় দেশে বহু সাধারণ নাগরিক হতাহত হচ্ছেন এবং যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র