হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান ইরানের দুই নোবেল বিজয়ীর

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের দুই মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি ও শিরিন এবাদি।

‘ধ্বংস নয়, সংলাপ বেছে নিন’— এই বার্তা দিয়ে তাঁরা নোবেল উইমেনস ইনিশিয়েটিভ ওয়েবসাইটে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, তা শুধু ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং তা গোটা অঞ্চলে ও বৈশ্বিকভাবে বিস্তৃত সংঘাতের আশঙ্কাও তৈরি করছে। নারীদের, শিশুদের—সাধারণ নাগরিকদের জীবন এখন চরম ঝুঁকিতে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই যুদ্ধ থামাতে হবে। আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, উভয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বন্ধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানাই। পাশাপাশি একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিও মেনে চলা উচিত।’

২০০৩ সালে নোবেলজয়ী শিরিন এবাদি বর্তমানে যুক্তরাজ্যে নির্বাসনে আছেন। তিনি ইরানে গণতন্ত্র, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের পক্ষে কাজ করার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পান।

২০২৩ সালে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি ইরানে মৃত্যুদণ্ডের বিরোধিতা ও নারীর অধিকারের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন। বর্তমানে তিনি তেহরানের কারাগারে দীর্ঘমেয়াদি সাজা ভোগ করছেন।

এই দুই শান্তিকর্মীর আহ্বান এমন এক সময়ে এল, যখন যুদ্ধের কারণে ইরান ও ইসরায়েল উভয় দেশে বহু সাধারণ নাগরিক হতাহত হচ্ছেন এবং যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া