হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মিসরে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সম্মেলনে নেই সৌদি আরব, থাকছে যারা

আজকের পত্রিকা ডেস্ক­

গত ১০ অক্টোবর দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ধ্বংসস্তূপে পরিণত ভবনগুলোর পাশে শিশু কোলে এক নারী অন্যান্য ফিলিস্তিনিদের সঙ্গে হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপি

মিসরের লোহিত সাগর সংলগ্ন রিসোর্ট শহর শারম এল-শেখে গাজা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে অন্য বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হতে চলেছেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন ট্রাম্প। মিসরের আল কাহেরা নিউজের তথ্য অনুযায়ী, এই সম্মেলনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়া থেকে ২০টিরও বেশি দেশের নেতা বা মন্ত্রী যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে।

তবে এই সম্মেলনে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি থাকছে না। থাকছে না মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অংশীজন সৌদি আরব ও ইরানের কোনো প্রতিনিধি।

যেসব দেশের সম্মেলনে যোগ দিচ্ছে:

মুসলিম রাষ্ট্র: বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

ইউরোপ: আর্মেনিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য।

এশিয়া: আজারবাইজান, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।

এ ছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আরব রাষ্ট্রগুলোর সংগঠন আরব লীগের মহাসচিব এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টও এই সম্মেলনে উপস্থিত থাকবেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রোববার জানিয়েছেন, তিনি এবং প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তবে তেহরান এখনও ‘গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে’ যেকোনো উদ্যোগকে সমর্থন করে বলেও তিনি উল্লেখ করেন।

এই সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন যুগের সূচনা করা। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, এই ‘ঐতিহাসিক’ সমাবেশে ‘গাজা উপত্যকায় যুদ্ধের অবসানকারী একটি নথি’ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে এই শান্তি আলোচনায় ইসরায়েল বা হামাসের কেউই প্রতিনিধি পাঠাবে না।

সিরিয়ায় নতুন বিদ্রোহের প্রস্তুতি—নেপথ্যে আসাদের নির্বাসিত গোয়েন্দাপ্রধান ও চাচাতো ভাই

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল