হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মানবতা দেখিয়ে ২ জিম্মিকে হামাস ছেড়ে দিতে চাইলেও গ্রহণ করেনি ইসরায়েল

হামাসের দাবি করেছে, মানবিক কারণে দুই জিম্মিকে ছেড়ে দিতে চাইলেও ইসরায়েল তাঁদের গ্রহণে অপারগতা প্রকাশ করেছে। 

রোববার আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই জিম্মিকে ছেড়ে দিতে চাওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। 

একটি লিখিত বিবৃতিতে উবায়দা জানান, গত শুক্রবার কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিক জুডিথ রনান ও তাঁর কন্যা নাতালিকে মুক্তি দিয়েছে হামাস। আমেরিকান মা-মেয়েকে ছেড়ে দেওয়ার সময় মানবিক কারণে মধ্যস্থতাকারীদের কাছে আরও দুজনকে মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সংগঠনটি। তবে ইসরায়েল কর্তৃপক্ষ তাঁদের গ্রহণ করতে অস্বীকার করেছে। শুধু তাই নয়—পরদিন শনিবার ‘দুই নাগরিককে হামাস মুক্তি দিতে চাইছে’ এই খবরটিকে গুজব বলে অভিহিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়—আমরা হামাসের কোনো গুজবে কান দেব না। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আমাদের অপহৃত ও নিখোঁজ মানুষদের বাড়িতে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করবো।’ 

জানা গেছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে অন্তত ২১০ জন ইসরায়েলিকে বন্দী করে। এসব বন্দীকে মুক্ত করার কারণ দেখিয়ে গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানেরও পরিকল্পনা আছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের