হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মানবতা দেখিয়ে ২ জিম্মিকে হামাস ছেড়ে দিতে চাইলেও গ্রহণ করেনি ইসরায়েল

হামাসের দাবি করেছে, মানবিক কারণে দুই জিম্মিকে ছেড়ে দিতে চাইলেও ইসরায়েল তাঁদের গ্রহণে অপারগতা প্রকাশ করেছে। 

রোববার আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই জিম্মিকে ছেড়ে দিতে চাওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। 

একটি লিখিত বিবৃতিতে উবায়দা জানান, গত শুক্রবার কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিক জুডিথ রনান ও তাঁর কন্যা নাতালিকে মুক্তি দিয়েছে হামাস। আমেরিকান মা-মেয়েকে ছেড়ে দেওয়ার সময় মানবিক কারণে মধ্যস্থতাকারীদের কাছে আরও দুজনকে মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সংগঠনটি। তবে ইসরায়েল কর্তৃপক্ষ তাঁদের গ্রহণ করতে অস্বীকার করেছে। শুধু তাই নয়—পরদিন শনিবার ‘দুই নাগরিককে হামাস মুক্তি দিতে চাইছে’ এই খবরটিকে গুজব বলে অভিহিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়—আমরা হামাসের কোনো গুজবে কান দেব না। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আমাদের অপহৃত ও নিখোঁজ মানুষদের বাড়িতে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করবো।’ 

জানা গেছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে অন্তত ২১০ জন ইসরায়েলিকে বন্দী করে। এসব বন্দীকে মুক্ত করার কারণ দেখিয়ে গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানেরও পরিকল্পনা আছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া