হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মানবতা দেখিয়ে ২ জিম্মিকে হামাস ছেড়ে দিতে চাইলেও গ্রহণ করেনি ইসরায়েল

হামাসের দাবি করেছে, মানবিক কারণে দুই জিম্মিকে ছেড়ে দিতে চাইলেও ইসরায়েল তাঁদের গ্রহণে অপারগতা প্রকাশ করেছে। 

রোববার আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই জিম্মিকে ছেড়ে দিতে চাওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। 

একটি লিখিত বিবৃতিতে উবায়দা জানান, গত শুক্রবার কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিক জুডিথ রনান ও তাঁর কন্যা নাতালিকে মুক্তি দিয়েছে হামাস। আমেরিকান মা-মেয়েকে ছেড়ে দেওয়ার সময় মানবিক কারণে মধ্যস্থতাকারীদের কাছে আরও দুজনকে মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সংগঠনটি। তবে ইসরায়েল কর্তৃপক্ষ তাঁদের গ্রহণ করতে অস্বীকার করেছে। শুধু তাই নয়—পরদিন শনিবার ‘দুই নাগরিককে হামাস মুক্তি দিতে চাইছে’ এই খবরটিকে গুজব বলে অভিহিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়—আমরা হামাসের কোনো গুজবে কান দেব না। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আমাদের অপহৃত ও নিখোঁজ মানুষদের বাড়িতে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করবো।’ 

জানা গেছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে অন্তত ২১০ জন ইসরায়েলিকে বন্দী করে। এসব বন্দীকে মুক্ত করার কারণ দেখিয়ে গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানেরও পরিকল্পনা আছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের