ইসরায়েল-ইরান সরাসরি সংঘাতের শুরু হয়েছে মাত্র ছয় দিন আগে, কিন্তু এরই মধ্যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কাঁপিয়ে দিয়েছে এই যুদ্ধ। গত শুক্রবার ইসরায়েল তাদের আক্রমণ শুরু করে। এরপর পাল্টা জবাবে ইরানও চালায় ব্যাপক হামলা।
রয়টার্স প্রকাশিত এক ড্রোন ছবিতে দেখা যায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি আবাসিক এলাকায় ধ্বংসযজ্ঞের চিত্র। নিচে সংক্ষেপে তুলে ধরা হলো এখন পর্যন্ত কী কী ঘটেছে—
শুক্রবার
ইসরায়েল একযোগে আঘাত হানে ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থাপনায়। হামলার লক্ষ্য ছিল একটি পারমাণবিক স্থাপনা, আবাসিক এলাকা ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) ঘাঁটি। নিহত হন বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ নাগরিক।
এরপর ইরান পাল্টা জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালায়।
শনি ও রোববার
গত শনি ও রোববার দুই দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করে। ইরান ও ইসরায়েল—উভয়ের তেল পরিকাঠামো লক্ষ্যবস্তু হয়। ইসরায়েল জানায়, তাদের বিভিন্ন স্থানে হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার সন্ধ্যা পর্যন্ত ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছে।
সোমবার
ইসরায়েল উত্তর তেহরান থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ‘সবাই যেন তৎক্ষণাৎ তেহরান ছেড়ে যায়।’
মঙ্গলবার
১ কোটিরও বেশি জনসংখ্যা পালিয়ে যেতে শুরু করে, তেহরান শহরজুড়ে বিশাল যানজট সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ‘সহজ লক্ষ্য’, তবে আপাতত তাঁকে হত্যা করা হবে না।
সংঘাত দিন দিন আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। সর্বশেষ খবর জানাতে আমরা আপডেট দিচ্ছি।