হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলি তেলের ট্যাংকার ছিনতাই

এক সপ্তাহ আগেই লোহিত সাগর থেকে ইসরায়েলি মালিকানায় থাকা মালবাহী একটি জাহাজ ছিনতাই করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবার লোহিত সাগরের এডেন উপসাগর থেকে ছিনতাই হয়েছে একটি ইসরায়েলি তেলের ট্যাংকার। 

আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার অজ্ঞাত বন্দুকধারীরা সেন্ট্রাল পার্ক নামের ট্যাংকারটি ছিনতাই করে নিয়ে গেছে। এই জাহাজে করে তরল রাসায়নিক বহন করা হচ্ছিল। 

এলএসইজি-এর তথ্য অনুসারে, তরলবাহী জাহাজটি পরিচালনা করে ইসরায়েলি মালিকানাধীন জোডিয়াক মেরিটাইম লিমিটেড। এটি লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক নৌযান ব্যবস্থাপনা কোম্পানি। 

তাৎক্ষণিকভাবে এই ছিনতাইয়ের ঘটনায় কোনো পক্ষ দায় শিকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে ছিনতাই হওয়া মালবাহী ‘গ্যালাক্সি লিডার’ জাহাজটির মতো ‘সেন্ট্রাল পার্ক’ নামের জাহাজটিও ছিনতাই করেছে হুতি বিদ্রোহীরা। কারণ গ্যালাক্সি লিডার ছিনতাই করার পর ইসরায়েলি সংযোগ থাকা আরও জাহাজ ছিনতাই করা হবে বলে ঘোষণা দিয়েছিল অস্ত্রধারী সংগঠনটি। 

জাহাজটির মালিক প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম ছিনতাইয়ের ঘটনাটিকে ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে হিসেবে আখ্যা দিয়েছে। 

সমুদ্র নিরাপত্তা বিষয়ক কোম্পানি আমব্রে জানিয়েছে, ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখছে মার্কিন নৌবাহিনী। 

আরও জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইতিপূর্বে হুমকি দিয়েছিল যে—ট্যাংকারটি ইয়েমেনের হোদেইদাহ বন্দরের দিকে না ঘুরলে হামলা করবে।

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’

ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

সিরিয়ার আলেপ্পো ছাড়ল এসডিএফ, ১৪ বছরের কুর্দি শাসনের অবসান