হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলি তেলের ট্যাংকার ছিনতাই

এক সপ্তাহ আগেই লোহিত সাগর থেকে ইসরায়েলি মালিকানায় থাকা মালবাহী একটি জাহাজ ছিনতাই করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবার লোহিত সাগরের এডেন উপসাগর থেকে ছিনতাই হয়েছে একটি ইসরায়েলি তেলের ট্যাংকার। 

আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার অজ্ঞাত বন্দুকধারীরা সেন্ট্রাল পার্ক নামের ট্যাংকারটি ছিনতাই করে নিয়ে গেছে। এই জাহাজে করে তরল রাসায়নিক বহন করা হচ্ছিল। 

এলএসইজি-এর তথ্য অনুসারে, তরলবাহী জাহাজটি পরিচালনা করে ইসরায়েলি মালিকানাধীন জোডিয়াক মেরিটাইম লিমিটেড। এটি লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক নৌযান ব্যবস্থাপনা কোম্পানি। 

তাৎক্ষণিকভাবে এই ছিনতাইয়ের ঘটনায় কোনো পক্ষ দায় শিকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে ছিনতাই হওয়া মালবাহী ‘গ্যালাক্সি লিডার’ জাহাজটির মতো ‘সেন্ট্রাল পার্ক’ নামের জাহাজটিও ছিনতাই করেছে হুতি বিদ্রোহীরা। কারণ গ্যালাক্সি লিডার ছিনতাই করার পর ইসরায়েলি সংযোগ থাকা আরও জাহাজ ছিনতাই করা হবে বলে ঘোষণা দিয়েছিল অস্ত্রধারী সংগঠনটি। 

জাহাজটির মালিক প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম ছিনতাইয়ের ঘটনাটিকে ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে হিসেবে আখ্যা দিয়েছে। 

সমুদ্র নিরাপত্তা বিষয়ক কোম্পানি আমব্রে জানিয়েছে, ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখছে মার্কিন নৌবাহিনী। 

আরও জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইতিপূর্বে হুমকি দিয়েছিল যে—ট্যাংকারটি ইয়েমেনের হোদেইদাহ বন্দরের দিকে না ঘুরলে হামলা করবে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের