হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন ৪ মার্চ পর্যন্ত স্থগিত

আরব লীগের সদস্য কয়েকটি দেশের পতাকা। ছবি: সংগৃহীত

গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন আগামী ৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার আয়োজক মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের মিসর ও জর্ডানে পাঠিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন তিনি। এ বিষয়ে পরে কথা বলেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও।

মূলত ট্রাম্পের এমন উদ্যোগের প্রতিক্রিয়ায় আঞ্চলিক সমর্থন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওই বৈঠক আহ্বান করেছিল মিসর। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনের ‘মৌলিক ও যৌক্তিক প্রস্তুতির’ অংশ হিসেবে জোটের সদস্যরা নতুন তারিখ নির্ধারণের বিষয়ে একমত হয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসন চলাকালে নিহত ছয় ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৯১। একই সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১ লাখ ১১ হাজার ৭২২ জনে।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’