হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন ৪ মার্চ পর্যন্ত স্থগিত

আরব লীগের সদস্য কয়েকটি দেশের পতাকা। ছবি: সংগৃহীত

গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন আগামী ৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার আয়োজক মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের মিসর ও জর্ডানে পাঠিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন তিনি। এ বিষয়ে পরে কথা বলেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও।

মূলত ট্রাম্পের এমন উদ্যোগের প্রতিক্রিয়ায় আঞ্চলিক সমর্থন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওই বৈঠক আহ্বান করেছিল মিসর। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনের ‘মৌলিক ও যৌক্তিক প্রস্তুতির’ অংশ হিসেবে জোটের সদস্যরা নতুন তারিখ নির্ধারণের বিষয়ে একমত হয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসন চলাকালে নিহত ছয় ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৯১। একই সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১ লাখ ১১ হাজার ৭২২ জনে।

পালিয়ে গেছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা, সৌদিতে সংলাপে গিয়ে উধাও তাঁর গোষ্ঠীর নেতারা

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ, বাড়িছাড়া হাজারো মানুষ

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক

গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, ‘হলুদ রেখা’ পেরিয়ে ঢুকে পড়ছে আরও ভেতরে

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭