সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদরে আজ শনিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বিবৃতির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আরব গণমাধ্যম গালফ নিউজ।
সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, কেউ খালি চোখে বা দুরবিনের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদ দেখলে নিকটস্থ আদালতকে অবগত করার জন্য জনগণকে অনুরোধ করেছেন সৌদি সুপ্রিম কোর্ট।
আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
এর আগে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী বলেছেন, ‘সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে চার দিনের ঈদুল ফিতরের ছুটি থাকবে।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার কার্যদিবস শেষে ছুটি শুরু হবে।
গত সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছিল, ২ মে বিশ্বের বেশির ভাগ দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের চাঁদ সম্ভবত শনিবার দেখা দেবে।