হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জনগণকে ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদরে আজ শনিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বিবৃতির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আরব গণমাধ্যম গালফ নিউজ। 

সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, কেউ খালি চোখে বা দুরবিনের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদ দেখলে নিকটস্থ আদালতকে অবগত করার জন্য জনগণকে অনুরোধ করেছেন সৌদি সুপ্রিম কোর্ট। 

আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। 

এদিকে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্সের মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সমস্ত মসজিদ ও আউটডোর নামাজের স্থানগুলো প্রস্তুত করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি ঈদুল ফিতরের নামাজের সময়ও নির্ধারণ করে দিয়েছেন। মন্ত্রী বলেছেন, ‘ঈদুল ফিতরের নামাজ শুরু হবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর।’ 

এর আগে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী বলেছেন, ‘সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে চার দিনের ঈদুল ফিতরের ছুটি থাকবে।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার কার্যদিবস শেষে ছুটি শুরু হবে। 

গত সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছিল, ২ মে বিশ্বের বেশির ভাগ দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের চাঁদ সম্ভবত শনিবার দেখা দেবে। 

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগযোগ বিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

তেহরানে সাতটি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল, ফ্যাক্টনামেহ বলছে ফুটেজগুলো সাম্প্রতিক

বিক্ষোভের মধ্যে ইরানের পতাকার ইমোজিতে পরিবর্তন আনছে এক্স

ইরান চালায় কারা, কীভাবে