হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জনগণকে ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদরে আজ শনিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বিবৃতির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আরব গণমাধ্যম গালফ নিউজ। 

সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, কেউ খালি চোখে বা দুরবিনের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদ দেখলে নিকটস্থ আদালতকে অবগত করার জন্য জনগণকে অনুরোধ করেছেন সৌদি সুপ্রিম কোর্ট। 

আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। 

এদিকে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্সের মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সমস্ত মসজিদ ও আউটডোর নামাজের স্থানগুলো প্রস্তুত করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি ঈদুল ফিতরের নামাজের সময়ও নির্ধারণ করে দিয়েছেন। মন্ত্রী বলেছেন, ‘ঈদুল ফিতরের নামাজ শুরু হবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর।’ 

এর আগে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী বলেছেন, ‘সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে চার দিনের ঈদুল ফিতরের ছুটি থাকবে।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার কার্যদিবস শেষে ছুটি শুরু হবে। 

গত সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছিল, ২ মে বিশ্বের বেশির ভাগ দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের চাঁদ সম্ভবত শনিবার দেখা দেবে। 

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ

১ মার্কিন ডলার সমান ১৪ লাখ ইরানি রিয়াল!

ফিলিস্তিনে জাতিগত নিধনের লক্ষ্যেই ‘খুনি’ সেটলারদের সহায়তা নেতানিয়াহু সরকারের: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

লাতিনে উত্তেজনার মধ্যে সিরিয়ায় যুক্তরাজ্য-ফ্রান্সের বিমান হামলা

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ায় সাধুবাদ জানাল ইসরায়েল

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের