হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জনগণকে ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদরে আজ শনিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বিবৃতির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আরব গণমাধ্যম গালফ নিউজ। 

সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, কেউ খালি চোখে বা দুরবিনের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদ দেখলে নিকটস্থ আদালতকে অবগত করার জন্য জনগণকে অনুরোধ করেছেন সৌদি সুপ্রিম কোর্ট। 

আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। 

এদিকে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্সের মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সমস্ত মসজিদ ও আউটডোর নামাজের স্থানগুলো প্রস্তুত করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি ঈদুল ফিতরের নামাজের সময়ও নির্ধারণ করে দিয়েছেন। মন্ত্রী বলেছেন, ‘ঈদুল ফিতরের নামাজ শুরু হবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর।’ 

এর আগে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী বলেছেন, ‘সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে চার দিনের ঈদুল ফিতরের ছুটি থাকবে।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার কার্যদিবস শেষে ছুটি শুরু হবে। 

গত সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছিল, ২ মে বিশ্বের বেশির ভাগ দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের চাঁদ সম্ভবত শনিবার দেখা দেবে। 

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী