হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মিডিয়া সহযোগিতা জোরদার করতে ইরান-রাশিয়ার চুক্তি

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা স্পুটনিকের সঙ্গে ইরানের তাসনিম নিউজ এজেন্সির পারস্পরিক সহযোগিতার একটি চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের মধ্যে এ চুক্তি হয়। গতকাল শনিবার ইরানের তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। 

তাসনিমকে ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মুখপত্র হিসেবে ধরা হয়। দুই সংবাদমাধ্যম কোম্পানির প্রতিনিধিরা একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়ান সংবাদমাধ্যমও এই চুক্তি নিয়ে রিপোর্ট করেছে। 

চুক্তি অনুসারে, দুটি সংবাদ সংস্থা বৈশ্বিক মঞ্চে মিডিয়া কার্যক্রমে সহযোগিতা জোরদার করবে। এসবের মধ্য রয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন এবং প্রতিবেদনে তৈরিতে সহযোগিতা।

তাসনিমের নিউজরুমের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহি এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, পশ্চিমা আধিপত্যবাদ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলার পর ইউরোপীয় ইউনিয়নে স্পুটনিক চ্যানেল নিষিদ্ধ করা হয়। 

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ইরান ও রাশিয়া অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে তাদের সহযোগিতা সম্প্রসারিত করেছে। 

পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান তার কামিকাজে ড্রোন দিয়ে মস্কোকে সমর্থন করছে। তেহরান যদিও ড্রোন দিয়ে রাশিয়াকে সাহায্যের বিষয়টি অস্বীকার করেছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন