গত সপ্তাহে ফিলিস্তিনের গাজা থেকে হামাস ও ইসলামিক জিহাদের ২০০ সদস্যকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে জানানো হয়, তারা বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে ছিল। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইসরায়েল বলছে, এ পর্যন্ত গাজা থেকে ৭০০ ফিলিস্তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে তারা। অন্যদিকে হামাস বলছে, ইসরায়েলিদের হাতে বেশির ভাগ নারী ও শিশু নিহত হচ্ছে।
ইসরায়েল ও হামাসের এসব দাবি যাচাই করতে পারেনি বিবিসি। তবে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ৫৩ হাজার আহত হয়েছে।