হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পূর্ণ উদ্যমে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত এক ফিলিস্তিনির মরদেহ বয়ে নিয়ে যাচ্ছে অন্যান্যরা। ছবি: এএফপি

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় পূর্ণ উদ্যমে হত্যাকাণ্ড চালিয়েই যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ গতকাল মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৬০ জন নিহত হয়েছে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করতে গিয়ে। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। গাজা শহরের দক্ষিণের আল-জাইতুন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি গোলাবর্ষণে এক নারী নিহত হন। গাজার উত্তরের জাবালিয়ার পূর্বাঞ্চলে কয়েকটি আবাসিক ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় বিমান হামলাও অব্যাহত রয়েছে।

গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। শহরের আল-কাতিবা এলাকার আশপাশ এবং স্ট্রিট ৫-এও গোলাবর্ষণ করা হয়েছে। এই পরিস্থিতিতে হামাস বেসামরিক মৃত্যুর সংখ্যা বাড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে। তারা এর জন্য ‘ইসরায়েল-আমেরিকা পরিচালিত ত্রাণ বিতরণ ব্যবস্থাকে’ দায়ী করেছে।

হামাসের ভাষ্য, ত্রাণ বিতরণের এই ত্রুটিপূর্ণ পদ্ধতির কারণে এখন পর্যন্ত ৫১৬ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩ হাজার ৭৯৯ জন, এবং নিখোঁজ রয়েছেন ৩৯ জন। এক বিবৃতিতে হামাস বলেছে, গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণের স্থানগুলোকে ‘ইচ্ছাকৃত মৃত্যুকূপ’ বানিয়েছে ইসরায়েল। খাদ্য সরবরাহকে হাতিয়ার বানিয়ে তারা পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের অনাহার, অপমান এবং গণহত্যার শিকার করছে।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অপরাধ আন্তর্জাতিক সহায়তা এবং লজ্জাজনক নীরবতার মধ্যে চলছে। এটি মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।’ বিবৃতিতে হামাস অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা নিরাপদ, জাতিসংঘ-পরিচালিত ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছে।

এ ছাড়া হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গাজায় ২ মিলিয়নের বেশি অবরুদ্ধ ফিলিস্তিনির ওপর চলমান ‘গণহত্যা-যুদ্ধ’ বন্ধে জরুরি ও ব্যাপক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে