হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমান সাগরে ২০ লাখ লিটার তেলের ট্যাংকার জব্দ করল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। ছবি: সংগৃহীত

২০ লাখ লিটার তেল বহনের অভিযোগে একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। আজ বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুজতবা গাহরেমানি বলেন, ‘ওমান উপসাগরে জ্বালানি চোরাচালানের সন্দেহভাজন গতিবিধি নজরদারির ধারাবাহিক প্রক্রিয়ায় একটি বিদেশি ট্যাংকারের কার্গোর বৈধ কাগজপত্র না থাকায় সেটিকে তল্লাশি করা হয় এবং ২০ লাখ লিটার চোরাই তেল বহনের অভিযোগে জব্দ করা হয়।’

গাহরেমানি জানান, ট্যাংকারটির ক্যাপ্টেন ও ক্রুসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। তবে জব্দ করা ট্যাংকারটির নাম বা এটি কোন দেশের পতাকাবাহী বা আটক ব্যক্তিদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জাস্ক কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

ইরান বিশ্বের অন্যতম সর্বনিম্ন জ্বালানি মূল্যের দেশ। সেখানে সরকারিভাবে ব্যাপক ভর্তুকি দেওয়া হয় এবং জাতীয় মুদ্রার মান পতনের ফলে জ্বালানির দাম কমে গেছে। এসব কারণে প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় আরব দেশগুলোতে সমুদ্রপথে ব্যাপক হারে জ্বালানি চোরাচালান হয়ে থাকে।

মেহের সংবাদ সংস্থার প্রতিবেদনে গাহরেমানি বলেন, ‘বিদেশিদের সঙ্গে সমন্বয় করে যারা জাতীয় সম্পদ লুটপাটের উদ্দেশ্যে জ্বালানি চোরাচালানে জড়িয়ে পড়েছে, তাদের কার্যকলাপ বিচার বিভাগের দৃষ্টি এড়াতে পারবে না। যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাদের শাস্তি হবে কঠোর ও অনমনীয়।’

এই জব্দের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক মাস আগেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার আটক করে, যেগুলোতে প্রায় ১৫ লাখ লিটার ডিজেল বহনের অভিযোগ ছিল।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা