হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমান সাগরে ২০ লাখ লিটার তেলের ট্যাংকার জব্দ করল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। ছবি: সংগৃহীত

২০ লাখ লিটার তেল বহনের অভিযোগে একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। আজ বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুজতবা গাহরেমানি বলেন, ‘ওমান উপসাগরে জ্বালানি চোরাচালানের সন্দেহভাজন গতিবিধি নজরদারির ধারাবাহিক প্রক্রিয়ায় একটি বিদেশি ট্যাংকারের কার্গোর বৈধ কাগজপত্র না থাকায় সেটিকে তল্লাশি করা হয় এবং ২০ লাখ লিটার চোরাই তেল বহনের অভিযোগে জব্দ করা হয়।’

গাহরেমানি জানান, ট্যাংকারটির ক্যাপ্টেন ও ক্রুসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। তবে জব্দ করা ট্যাংকারটির নাম বা এটি কোন দেশের পতাকাবাহী বা আটক ব্যক্তিদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জাস্ক কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

ইরান বিশ্বের অন্যতম সর্বনিম্ন জ্বালানি মূল্যের দেশ। সেখানে সরকারিভাবে ব্যাপক ভর্তুকি দেওয়া হয় এবং জাতীয় মুদ্রার মান পতনের ফলে জ্বালানির দাম কমে গেছে। এসব কারণে প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় আরব দেশগুলোতে সমুদ্রপথে ব্যাপক হারে জ্বালানি চোরাচালান হয়ে থাকে।

মেহের সংবাদ সংস্থার প্রতিবেদনে গাহরেমানি বলেন, ‘বিদেশিদের সঙ্গে সমন্বয় করে যারা জাতীয় সম্পদ লুটপাটের উদ্দেশ্যে জ্বালানি চোরাচালানে জড়িয়ে পড়েছে, তাদের কার্যকলাপ বিচার বিভাগের দৃষ্টি এড়াতে পারবে না। যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাদের শাস্তি হবে কঠোর ও অনমনীয়।’

এই জব্দের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক মাস আগেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার আটক করে, যেগুলোতে প্রায় ১৫ লাখ লিটার ডিজেল বহনের অভিযোগ ছিল।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে