হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অনলাইনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন ইরানিরা

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: এএফপি

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনলাইনে সাধারণ জনগণের তীব্র সমালোচনার মুখে পড়েছে ইরানের নেতৃত্ব। অনেক ইরানিই মনে করছেন, এই যুদ্ধ দেশের জনগণের নয়, বরং এটি শাসকগোষ্ঠীর যুদ্ধ।

আজ মঙ্গলবার রাতে বিবিসি লাইভের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে কঠোর সেন্সরশিপ ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হলেও বহু মানুষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যেই সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এর মানে এই নয় যে তাঁরা ইসরায়েলের হামলাকে সমর্থন করছেন, বরং দীর্ঘদিনের দমন-পীড়নে তাঁরা এতটাই ক্ষুব্ধ যে অনেকে প্রকাশ্যে বর্তমান ইসলামিক শাসনের বিরোধিতা করছেন।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শক্তি কমে যাওয়ার প্রসঙ্গে রসিকতা বা ব্যঙ্গ করার কারণে অনেককে গ্রেপ্তার করছে ইরানি গোয়েন্দা সংস্থা। তেহরানের এক বাসিন্দা জানিয়েছেন, তাঁর ১৪ বছর বয়সী ছেলেটিকে শুধু একটি মিম পোস্ট করায় জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া হয়। পরে ছেলেকে ছাড়িয়ে আনতে তাঁকে কর্মকর্তাদের কাছে গিয়ে হাতে-পায়ে ধরতে হয়েছে।

এ বিষয়ে রিপোর্ট করতে গিয়ে বিবিসি পারসিয়ানের সাংবাদিক জাইয়ার গল বলেছেন, ‘এটাই এখন ইরানের বাস্তবতা—ভয়ের পরিবেশ, যেখানে সরকারবিরোধী কৌতুকও বিপজ্জনক হয়ে উঠছে।’

অন্যদিকে ইসরায়েল সামরিক স্থাপনার পাশাপাশি ইরানের নিরাপত্তা বাহিনীকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই বাহিনীগুলো ইরানে প্রতিবাদ ও গণ-অসন্তোষ দমন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসরায়েলের এই পদক্ষেপকে অনেকে তাঁদের কৌশলগত আক্রমণের অংশ হিসেবে দেখছেন, যার লক্ষ্য শুধু সামরিক ক্ষয়ক্ষতি নয়, বরং সরকারি নিয়ন্ত্রণব্যবস্থাকেও দুর্বল করা।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি